আট দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন; কিন্তু কাটাতে হলো দীর্ঘ ৯ মাস। অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মহাকাশে ২৮৬ দিন কাটিয়ে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করে তাঁদের বহনকারী ক্যাপসুল। মহাশূন্যে কেটেছে এতগুলো দিন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ছিলেন মাসের পর মাস। পৃথিবী থেকে তাঁদের দিকে নজর ছিল সবার। এর মধ্যেই সুনিতার ভিডিও বা ছবি প্রকাশ পেলে অনেকের চোখ আটকে যেত তাঁর চুলের দিকে। মাধ্যাকর্ষণের অভাবে ঊর্ধ্বমুখী চুল। ভেসে বেড়ায় মাথার চারপাশে। এ নিয়ে কৌতূহলী খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্প্রতি সুনিতাকে নিয়ে কথা বলার সময় তিনি তাঁকে সম্বোধন করেন ‘বন্য চুলের নারী’ বলে। যদিও সুনিতার চুলের প্রশংসা করতেও ভোলেননি ট্রাম্প।
সুনিতার মতো নারী মহাকাশচারীদের দেখে বিশ্ববাসীর মনে প্রশ্ন জাগে, চুল সামলানোর জন্য বেঁধে রাখেন না কেন তাঁরা? তবে এর নেপথ্যে রয়েছে একাধিক বৈজ্ঞানিক কারণ। মাধ্যাকর্ষণ শক্তি নেই বলে মাথার চুল নিচের দিকে টান অনুভব করে না। ফলে ঘাড়ের কাছে উৎপাত করা অথবা চোখে-মুখে লেগে বিরক্তি উৎপাদনের মতো ঘটনা ঘটে না। তাই চুল পেছন দিকে বেঁধে রাখার কোনো কারণ নেই। এ ছাড়া মহাকাশচারীরা শুকনো শ্যাম্পু ও তোয়ালে ব্যবহার করেন। ফলে ছেড়ে রাখাই চুলের জন্য ভালো। তাতে সুবিধাও হয়। বেঁধে রাখলে সহজে ধোয়া যেত না।
বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার মধ্য দিয়ে এমন এক মহাকাশ অভিযানের সমাপ্তি ঘটে, যার মেয়াদ আসলে হওয়ার কথা ছিল মাত্র আট দিন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সফরের জন্য তৈরি মহাকাশযানটি একাধিক প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। ফলে তাঁদের মহাকাশযাত্রার মেয়াদ বাড়াতে হয়।
নাসার স্পেস অপারেশনস মিশনের কর্মকর্তা জোয়েল মন্টালবানো বলেন, ‘ক্রু নাইন ফিরে আসায় দারুণ লাগছে। ল্যান্ডিংটি অসাধারণ ছিল।’ নভোচারীদের সহনশীলতা ও নমনীয়তার জন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি।
মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আসার যাত্রায় সময় লেগেছে ১৭ ঘণ্টা। ফেরার পর ‘স্ট্যান্ডার্ড প্র্যাকটিস’ মেনে নভোচারীদের স্ট্রেচারের সাহায্যে নিয়ে যাওয়া হয়। মাধ্যাকর্ষণহীন পরিবেশে এত দীর্ঘ সময় কাটানোর পর এটিই নিয়ম। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল টিম রয়েছে।
আট দিনের মিশনে মহাকাশে গিয়েছিলেন; কিন্তু কাটাতে হলো দীর্ঘ ৯ মাস। অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার দুই মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মহাকাশে ২৮৬ দিন কাটিয়ে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করে তাঁদের বহনকারী ক্যাপসুল। মহাশূন্যে কেটেছে এতগুলো দিন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ছিলেন মাসের পর মাস। পৃথিবী থেকে তাঁদের দিকে নজর ছিল সবার। এর মধ্যেই সুনিতার ভিডিও বা ছবি প্রকাশ পেলে অনেকের চোখ আটকে যেত তাঁর চুলের দিকে। মাধ্যাকর্ষণের অভাবে ঊর্ধ্বমুখী চুল। ভেসে বেড়ায় মাথার চারপাশে। এ নিয়ে কৌতূহলী খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সম্প্রতি সুনিতাকে নিয়ে কথা বলার সময় তিনি তাঁকে সম্বোধন করেন ‘বন্য চুলের নারী’ বলে। যদিও সুনিতার চুলের প্রশংসা করতেও ভোলেননি ট্রাম্প।
সুনিতার মতো নারী মহাকাশচারীদের দেখে বিশ্ববাসীর মনে প্রশ্ন জাগে, চুল সামলানোর জন্য বেঁধে রাখেন না কেন তাঁরা? তবে এর নেপথ্যে রয়েছে একাধিক বৈজ্ঞানিক কারণ। মাধ্যাকর্ষণ শক্তি নেই বলে মাথার চুল নিচের দিকে টান অনুভব করে না। ফলে ঘাড়ের কাছে উৎপাত করা অথবা চোখে-মুখে লেগে বিরক্তি উৎপাদনের মতো ঘটনা ঘটে না। তাই চুল পেছন দিকে বেঁধে রাখার কোনো কারণ নেই। এ ছাড়া মহাকাশচারীরা শুকনো শ্যাম্পু ও তোয়ালে ব্যবহার করেন। ফলে ছেড়ে রাখাই চুলের জন্য ভালো। তাতে সুবিধাও হয়। বেঁধে রাখলে সহজে ধোয়া যেত না।
বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার মধ্য দিয়ে এমন এক মহাকাশ অভিযানের সমাপ্তি ঘটে, যার মেয়াদ আসলে হওয়ার কথা ছিল মাত্র আট দিন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সফরের জন্য তৈরি মহাকাশযানটি একাধিক প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। ফলে তাঁদের মহাকাশযাত্রার মেয়াদ বাড়াতে হয়।
নাসার স্পেস অপারেশনস মিশনের কর্মকর্তা জোয়েল মন্টালবানো বলেন, ‘ক্রু নাইন ফিরে আসায় দারুণ লাগছে। ল্যান্ডিংটি অসাধারণ ছিল।’ নভোচারীদের সহনশীলতা ও নমনীয়তার জন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি।
মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আসার যাত্রায় সময় লেগেছে ১৭ ঘণ্টা। ফেরার পর ‘স্ট্যান্ডার্ড প্র্যাকটিস’ মেনে নভোচারীদের স্ট্রেচারের সাহায্যে নিয়ে যাওয়া হয়। মাধ্যাকর্ষণহীন পরিবেশে এত দীর্ঘ সময় কাটানোর পর এটিই নিয়ম। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল টিম রয়েছে।
পৃথিবীর বাইরে প্রাণের অনুসন্ধানে আরও এক ধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা। মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত ট্রাপিস্ট–১ই (TRAPPIST-1 e) গ্রহে পৃথিবীর মতো প্রাণের বিকাশ সহায়ক বায়ুমণ্ডল থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। এটি ট্রাপিস্ট ১ (TRAPPIST-1) লাল বামনের চারপাশে ঘুরতে থাকা সাতটি গ্রহের একটি।
৮ ঘণ্টা আগেমহাবিশ্বের সবচেয়ে পুরোনো ‘ব্ল্যাক হোল’ আবিষ্কার করেছেন বলে দাবি করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণ করে তারা জানান, এমন একটি ব্ল্যাক হোলের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গিয়েছে, যার জন্ম হতে পারে বিগ ব্যাংয়ের মাত্র এক সেকেন্ডেরও কম সময় পরে
১ দিন আগেঢাকার সময় অনুযায়ী, আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে অত্যন্ত বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ‘পেনুম্ব্রাল’ বা সূক্ষ্ম ছায়া পর্ব। রাত সাড়ে ১০টা নাগাদ আংশিকভাবে গ্রহণ শুরু হবে। বাংলাদেশসহ এশিয়ার বিস্তীর্ণ অংশ থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে।
৩ দিন আগেপ্রায় দুই শতাব্দী ধরে বিজ্ঞানের পাঠ্যপুস্তকে শেখানো হয়ে আসছে যে, বরফের ওপর চাপ বা ঘর্ষণের ফলে তার পৃষ্ঠে একটি পাতলা তরল স্তর তৈরি হয়, আর এই তরল স্তরই বরফকে পিচ্ছিল করে তোলে। শীতপ্রধান দেশে বরফে ঢাকা ফুটপাতে হাঁটার সময় হঠাৎ পিছলে পড়ে যাওয়ার ঘটনা তাই অনেকেই এভাবে ব্যাখ্যা করতেন।
৩ দিন আগে