স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সাধারণত কেউই ট্যাপের পানি পান করেন না। আর ঘরের বাইরে বিভিন্ন খাবারের দোকানের পানি তো আরও ঝুঁকিপূর্ণ। ফলে তখন বোতলজাত পানিতেই ভরসা। বোতলজাত পানির কোম্পানিগুলো তাদের পণ্যকে প্রায় শতভাগ বিশুদ্ধ বলেই দাবি করে। আবার অনেকে পানির বোতলগুলো বিভিন্ন কাজে দীর্ঘদিন ব্যবহার করেন। যদিও বিশ্বব্যাপী এ ধরনের বোতলকে ওয়ানটাইম প্লাস্টিক বলা হয়।
বিজ্ঞানীরা বলছেন, বোতলজাত পানিতে জীবাণু দূষণ না থাকলেও এতে থাকে বিপুল পরিমাণ প্লাস্টিক কণা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় তিনটি পানির ব্র্যান্ডের প্লাস্টিকের বোতল নিয়ে গবেষণা করে দেখা গেছে, বোতলের ১ লিটার পানিতে ২৪ হাজার প্লাস্টিক কণা থাকে।
গত জানুয়ারির শুরুর দিকে প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকেরা দেখেছেন, ১ লিটার প্লাস্টিকের বোতলের পানিতে প্লাস্টিকের ২৪ হাজার কণা (১ লাখ ১০ হাজার থেকে ৩ লাখ ৭০ হাজার অতিক্ষুদ্র কণার সমান) থাকে। এর প্রায় ৯০ শতাংশ ন্যানোপ্লাস্টিক (১ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা)। আর বাকি ১০ শতাংশ মাইক্রোপ্লাস্টিক (৫ মিলিমিটারের চেয়ে বড় কিন্তু ১ মাইক্রোমিটারের চেয়ে বড়)। উল্লেখ্য যে, ১ মিলিমিটারের চেয়ে ১ মাইক্রোমিটার ১ হাজার গুণ ছোট।
গবেষণাপত্রে বলা হয়েছে, এর আগে প্রকাশিত বিভিন্ন পরিসংখ্যানের চেয়ে এই গবেষণায় বোতলজাত পানিতে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা অনেক বেশি দেখা যায়। এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে আরও পরীক্ষা–নিরীক্ষা করতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের ওপর বিশ্বব্যাপী মনোযোগ বেড়েছে। মেরু অঞ্চলের বরফখণ্ড থেকে পর্বতশৃঙ্গ পর্যন্ত এবং এমনকি আর্কটিক বায়ু (ঠান্ডা ও শুষ্ক বায়ু) ও মেঘেও এগুলো পাওয়া যায়। মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক বাস্তুতন্ত্রে অনুপ্রবেশ করে। খাবার ও নদী–সাগরের পানিতেও পাওয়া যায়।
ন্যানোপ্লাস্টিকগুলো অনেক ছোট হওয়ায় খুব সহজে ফুসফুস ও পরিপাকতন্ত্রে প্রবেশ করে। রক্তের সঙ্গে মিশে গিয়ে মস্তিষ্ক ও হৃৎপিণ্ডে পৌঁছে যায়। এমনকি প্লাসেন্টা বা অমরার মধ্যে প্রবেশ করে ভ্রূণেরও ক্ষতি করতে পারে।
নিরাপদ থাকতে করণীয়
গবেষণার সহ–লেখক ভূ–রসায়নের অধ্যাপক বেইজহান ইয়ান বলেন, যদি বোতলজাত পানিতে ন্যানোপ্লাস্টিক নিয়ে মানুষ উদ্বিগ্ন থাকে, তাহলে ট্যাপের পানির মতো বিকল্প বিবেচনা করাই যুক্তিযুক্ত।
আর কেউ যদি কলের পানিতে থাকা দূষিত পদার্থের বিষয়ে উদ্বিগ্ন হন, তাহলে একটি সাশ্রয়ী মূল্যের ফিল্টার ব্যবহার করতে পারে। খাওয়ার পানি বহন করার একটি ভালো বিকল্প হলো, পুনঃব্যবহারযোগ্য শক্ত কাচ বা ধাতব বোতল ব্যবহার করা। এগুলো বছরের পর বছর ধরে ব্যবহার করা যায়।
স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সাধারণত কেউই ট্যাপের পানি পান করেন না। আর ঘরের বাইরে বিভিন্ন খাবারের দোকানের পানি তো আরও ঝুঁকিপূর্ণ। ফলে তখন বোতলজাত পানিতেই ভরসা। বোতলজাত পানির কোম্পানিগুলো তাদের পণ্যকে প্রায় শতভাগ বিশুদ্ধ বলেই দাবি করে। আবার অনেকে পানির বোতলগুলো বিভিন্ন কাজে দীর্ঘদিন ব্যবহার করেন। যদিও বিশ্বব্যাপী এ ধরনের বোতলকে ওয়ানটাইম প্লাস্টিক বলা হয়।
বিজ্ঞানীরা বলছেন, বোতলজাত পানিতে জীবাণু দূষণ না থাকলেও এতে থাকে বিপুল পরিমাণ প্লাস্টিক কণা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় তিনটি পানির ব্র্যান্ডের প্লাস্টিকের বোতল নিয়ে গবেষণা করে দেখা গেছে, বোতলের ১ লিটার পানিতে ২৪ হাজার প্লাস্টিক কণা থাকে।
গত জানুয়ারির শুরুর দিকে প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকেরা দেখেছেন, ১ লিটার প্লাস্টিকের বোতলের পানিতে প্লাস্টিকের ২৪ হাজার কণা (১ লাখ ১০ হাজার থেকে ৩ লাখ ৭০ হাজার অতিক্ষুদ্র কণার সমান) থাকে। এর প্রায় ৯০ শতাংশ ন্যানোপ্লাস্টিক (১ মাইক্রোমিটারের চেয়ে ছোট কণা)। আর বাকি ১০ শতাংশ মাইক্রোপ্লাস্টিক (৫ মিলিমিটারের চেয়ে বড় কিন্তু ১ মাইক্রোমিটারের চেয়ে বড়)। উল্লেখ্য যে, ১ মিলিমিটারের চেয়ে ১ মাইক্রোমিটার ১ হাজার গুণ ছোট।
গবেষণাপত্রে বলা হয়েছে, এর আগে প্রকাশিত বিভিন্ন পরিসংখ্যানের চেয়ে এই গবেষণায় বোতলজাত পানিতে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা অনেক বেশি দেখা যায়। এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে আরও পরীক্ষা–নিরীক্ষা করতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের ওপর বিশ্বব্যাপী মনোযোগ বেড়েছে। মেরু অঞ্চলের বরফখণ্ড থেকে পর্বতশৃঙ্গ পর্যন্ত এবং এমনকি আর্কটিক বায়ু (ঠান্ডা ও শুষ্ক বায়ু) ও মেঘেও এগুলো পাওয়া যায়। মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক বাস্তুতন্ত্রে অনুপ্রবেশ করে। খাবার ও নদী–সাগরের পানিতেও পাওয়া যায়।
ন্যানোপ্লাস্টিকগুলো অনেক ছোট হওয়ায় খুব সহজে ফুসফুস ও পরিপাকতন্ত্রে প্রবেশ করে। রক্তের সঙ্গে মিশে গিয়ে মস্তিষ্ক ও হৃৎপিণ্ডে পৌঁছে যায়। এমনকি প্লাসেন্টা বা অমরার মধ্যে প্রবেশ করে ভ্রূণেরও ক্ষতি করতে পারে।
নিরাপদ থাকতে করণীয়
গবেষণার সহ–লেখক ভূ–রসায়নের অধ্যাপক বেইজহান ইয়ান বলেন, যদি বোতলজাত পানিতে ন্যানোপ্লাস্টিক নিয়ে মানুষ উদ্বিগ্ন থাকে, তাহলে ট্যাপের পানির মতো বিকল্প বিবেচনা করাই যুক্তিযুক্ত।
আর কেউ যদি কলের পানিতে থাকা দূষিত পদার্থের বিষয়ে উদ্বিগ্ন হন, তাহলে একটি সাশ্রয়ী মূল্যের ফিল্টার ব্যবহার করতে পারে। খাওয়ার পানি বহন করার একটি ভালো বিকল্প হলো, পুনঃব্যবহারযোগ্য শক্ত কাচ বা ধাতব বোতল ব্যবহার করা। এগুলো বছরের পর বছর ধরে ব্যবহার করা যায়।
যুক্তরাজ্যে প্রথমবারের মতো অন্যের দান করা গর্ভ ব্যবহার করে সন্তানের জন্ম দিয়েছেন একজন মা। ৩৬ বছর বয়সী গ্রেস ডেভিডসন জন্মসূত্রে গর্ভহীন ছিলেন। ২০২৩ সালে বড় বোন অ্যামি পার্ডির দান করা গর্ভ গ্রেসের শরীরে প্রতিস্থাপন করা হয়। এটি ছিল যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম সফল গর্ভ প্রতিস্থাপন। দুই বছর পর চলতি বছরের
৪ ঘণ্টা আগে২৫ এপ্রিল ভোরে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে এক ‘হাস্যোজ্জ্বল মুখ’। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ওই দিন ভোরে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন বিশ্ববাসী—যার নাম ‘ট্রিপল কনজাংকশন’।
১৬ ঘণ্টা আগেমহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
১ দিন আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
২ দিন আগে