মঙ্গল গ্রহে দুটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। পাথরের নমুনা সংগ্রহ এবং পৃথিবী থেকে মঙ্গলে ঐতিহাসিক ভ্রমণের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি পাঠানো হবে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রায় ১৭ মাস আগে পারসিভারেন্স রোভার নামের একটি রোবটিক হেলিকপ্টার মঙ্গল গ্রহে পাঠিয়েছে নাসা। অবতরণের পর থেকে হেলিকপ্টারটি বৈজ্ঞানিকভাবে বাধ্যতামূলক ১১টি কঠিন শিলা ও বায়ুমণ্ডলের নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলো নিয়ে হেলিকপ্টারটি পৃথিবীতে ফিরে এলে তা মঙ্গলের পরিবেশগত বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।
নাসা জানিয়েছে, বিস্ময়কর হেলিকপ্টারটি মঙ্গলে ২৯টি ফ্লাইট সম্পন্ন করেছে। এটি ২০২৭ সালে মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার মিশন শুরু করবে। ধারণা করা হচ্ছে, এটি ২০৩৩ সালে পৃথিবীতে অবতরণ করবে।
তবে এই পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনার কথা বলেছেন নাসা সদর দপ্তরের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন। তিনি বলেছেন, পারসিভারেন্স রোভারের সাম্প্রতিক সাফল্যে আমরা পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি। নতুন করে দুটি ‘নমুনা পুনরুদ্ধারে হেলিকপ্টার’ পাঠাতে যাচ্ছি, যা পারসিভারেন্স রোভারকে সাহায্য করবে।
টমাস জুরবুচেন আরও বলেছেন, নতুন পরিকল্পনায় ‘মার্স অ্যাসেন্ট ভিহিকল’ নামে একটি ছোট রকেটও থাকবে। পারসিভারেন্স রোভার হেলিকপ্টারটি স্যাম্পল রিট্রিভাল ল্যান্ডার প্ল্যাটফর্মে ফিরে এসে রকেটের নাক বরাবর নমুনা টিউব স্থাপন করবে। এরপর রকেটটি মঙ্গল পৃষ্ঠের ওপরে আর্থ রিটার্ন অরবিটারের সঙ্গে মিলিত হতে শুরু করবে।
মঙ্গল গ্রহে দুটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। পাথরের নমুনা সংগ্রহ এবং পৃথিবী থেকে মঙ্গলে ঐতিহাসিক ভ্রমণের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি পাঠানো হবে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রায় ১৭ মাস আগে পারসিভারেন্স রোভার নামের একটি রোবটিক হেলিকপ্টার মঙ্গল গ্রহে পাঠিয়েছে নাসা। অবতরণের পর থেকে হেলিকপ্টারটি বৈজ্ঞানিকভাবে বাধ্যতামূলক ১১টি কঠিন শিলা ও বায়ুমণ্ডলের নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলো নিয়ে হেলিকপ্টারটি পৃথিবীতে ফিরে এলে তা মঙ্গলের পরিবেশগত বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।
নাসা জানিয়েছে, বিস্ময়কর হেলিকপ্টারটি মঙ্গলে ২৯টি ফ্লাইট সম্পন্ন করেছে। এটি ২০২৭ সালে মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার মিশন শুরু করবে। ধারণা করা হচ্ছে, এটি ২০৩৩ সালে পৃথিবীতে অবতরণ করবে।
তবে এই পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনার কথা বলেছেন নাসা সদর দপ্তরের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন। তিনি বলেছেন, পারসিভারেন্স রোভারের সাম্প্রতিক সাফল্যে আমরা পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি। নতুন করে দুটি ‘নমুনা পুনরুদ্ধারে হেলিকপ্টার’ পাঠাতে যাচ্ছি, যা পারসিভারেন্স রোভারকে সাহায্য করবে।
টমাস জুরবুচেন আরও বলেছেন, নতুন পরিকল্পনায় ‘মার্স অ্যাসেন্ট ভিহিকল’ নামে একটি ছোট রকেটও থাকবে। পারসিভারেন্স রোভার হেলিকপ্টারটি স্যাম্পল রিট্রিভাল ল্যান্ডার প্ল্যাটফর্মে ফিরে এসে রকেটের নাক বরাবর নমুনা টিউব স্থাপন করবে। এরপর রকেটটি মঙ্গল পৃষ্ঠের ওপরে আর্থ রিটার্ন অরবিটারের সঙ্গে মিলিত হতে শুরু করবে।
২৫ এপ্রিল ভোরে আকাশের দিকে তাকালেই দেখা মিলতে পারে এক ‘হাস্যোজ্জ্বল মুখ’। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ওই দিন ভোরে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে পারবেন বিশ্ববাসী—যার নাম ‘ট্রিপল কনজাংকশন’।
৪ ঘণ্টা আগেমহাকাশে ২২০ দিন কাটিয়ে আজ রোববার ভোরে পৃথিবীতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত মহাকাশচারী ডন পেটিট। বিশেষ এই প্রত্যাবর্তন ঘটেছে তাঁর ৭০তম জন্মদিনে। রুশ মহাকাশযান সয়ুজ এমএস-২৬ চড়ে কাজাখস্তানের স্টেপ অঞ্চলে অবতরণ করেন তিনি ও তাঁর দুই রুশ সহযাত্রী আলেক্সি ওভচিনিন ও ইভান ভাগনার।
১ দিন আগেপ্রাচীন মানবের টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ উপাদান খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ৪০ হাজার বছর আগে পৃথিবীর চুম্বকক্ষেত্রের বড় রকমের পরিবর্তনের সময় সূর্যের অতিবেগুনি রশ্মির মারাত্মক প্রভাবে হুমকির মুখে পড়েছিল পৃথিবীর জীবজগৎ।
১ দিন আগেরাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
২ দিন আগে