Ajker Patrika

মঙ্গলে হেলিকপ্টার পাঠানোর নতুন পরিকল্পনা করছে নাসা

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৮: ৪৮
মঙ্গলে হেলিকপ্টার পাঠানোর নতুন পরিকল্পনা করছে নাসা

মঙ্গল গ্রহে দুটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। পাথরের নমুনা সংগ্রহ এবং পৃথিবী থেকে মঙ্গলে ঐতিহাসিক ভ্রমণের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি পাঠানো হবে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রায় ১৭ মাস আগে পারসিভারেন্স রোভার নামের একটি রোবটিক হেলিকপ্টার মঙ্গল গ্রহে পাঠিয়েছে নাসা। অবতরণের পর থেকে হেলিকপ্টারটি বৈজ্ঞানিকভাবে বাধ্যতামূলক ১১টি কঠিন শিলা ও বায়ুমণ্ডলের নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলো নিয়ে হেলিকপ্টারটি পৃথিবীতে ফিরে এলে তা মঙ্গলের পরিবেশগত বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে। 

নাসা জানিয়েছে, বিস্ময়কর হেলিকপ্টারটি মঙ্গলে ২৯টি ফ্লাইট সম্পন্ন করেছে। এটি ২০২৭ সালে মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার মিশন শুরু করবে। ধারণা করা হচ্ছে, এটি ২০৩৩ সালে পৃথিবীতে অবতরণ করবে। 

তবে এই পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনার কথা বলেছেন নাসা সদর দপ্তরের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন। তিনি বলেছেন, পারসিভারেন্স রোভারের সাম্প্রতিক সাফল্যে আমরা পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি। নতুন করে দুটি ‘নমুনা পুনরুদ্ধারে হেলিকপ্টার’ পাঠাতে যাচ্ছি, যা পারসিভারেন্স রোভারকে সাহায্য করবে। 

টমাস জুরবুচেন আরও বলেছেন, নতুন পরিকল্পনায় ‘মার্স অ্যাসেন্ট ভিহিকল’ নামে একটি ছোট রকেটও থাকবে। পারসিভারেন্স রোভার হেলিকপ্টারটি স্যাম্পল রিট্রিভাল ল্যান্ডার প্ল্যাটফর্মে ফিরে এসে রকেটের নাক বরাবর নমুনা টিউব স্থাপন করবে। এরপর রকেটটি মঙ্গল পৃষ্ঠের ওপরে আর্থ রিটার্ন অরবিটারের সঙ্গে মিলিত হতে শুরু করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত