ঢাকা: আগামী মাসেই মহাকাশে উড়বে ব্লু অরিজিনের নিউ শেপার্ড। এতে প্রথম মহাকাশ ভ্রমণকারী হিসেবে থাকবেন স্বয়ং জেফ বেজোস ও তাঁর ভাই। বিলিয়নিয়ার বেজোসের ব্লু অরিজিনের যাত্রীবাহী রকেটটি ২০ জুলাই উৎক্ষেপণ করা হবে। যাত্রীরা মোট ১০ মিনিট মহাকাশে অবস্থান করবেন। এর মধ্যে চার মিনিট থাকবেন কারমান লাইনের উপরে। কারমান রেখাটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যেবর্তী সীমানা।
নিউ শেপার্ড রকেট-ও-ক্যাপসুল কম্বো স্বয়ংক্রিয়ভাবে ছয়জন যাত্রীকে পৃথিবী থেকে ১০০ কিলোমিটারেরও বেশি উঁচু স্থানে ভ্রমণ করাবে।
জেফ বেজোস সোমবার বিকেলে ইনস্টাগ্রামে ভাই মার্ক বেজোসের সঙ্গে তাঁর মহাকাশ ভ্রমণের পরিকল্পনা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি যখন পাঁচ বছর বয়সী তখন থেকেই মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখছিলাম। ২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রাটি করব। আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হবে এটি।’
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্লু অরিজিনের দেওয়া তথ্য মতে, নিউ শেপার্ড মহাকাশযানের একটি আসনের জন্য নিলামের চলমান দ্বিতীয় রাউন্ডে সর্বোচ্চ ২৮ লাখ ডলার টিকিট মূল্য উঠেছে। প্রক্রিয়াটি ১০ জুন পর্যন্ত চলবে এবং ১২ জুন সরাসরি অনলাইন নিলামের মাধ্যমে টিকিট মূল্য চূড়ান্ত হবে।
ব্লু অরিজিনের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১২ সাল থেকে নিউ শেপার্ড এবং এর প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। এই প্রোগ্রামটিতে তিনটি জরুরি এসকেপ টেস্টসহ ১৫টি সফল মিশন সম্পন্ন হয়েছে।
মারকারি প্রকল্পের অধীন মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নভোচারী অ্যালান শেপার্ডের নামানুসারে রকেটের নাম নিউ শেপার্ড রেখেছে ব্লু অরিজিন। এটি পুনঃব্যবহারযোগ্য সাব অরবিটাল রকেট সিস্টেম।
ঢাকা: আগামী মাসেই মহাকাশে উড়বে ব্লু অরিজিনের নিউ শেপার্ড। এতে প্রথম মহাকাশ ভ্রমণকারী হিসেবে থাকবেন স্বয়ং জেফ বেজোস ও তাঁর ভাই। বিলিয়নিয়ার বেজোসের ব্লু অরিজিনের যাত্রীবাহী রকেটটি ২০ জুলাই উৎক্ষেপণ করা হবে। যাত্রীরা মোট ১০ মিনিট মহাকাশে অবস্থান করবেন। এর মধ্যে চার মিনিট থাকবেন কারমান লাইনের উপরে। কারমান রেখাটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যেবর্তী সীমানা।
নিউ শেপার্ড রকেট-ও-ক্যাপসুল কম্বো স্বয়ংক্রিয়ভাবে ছয়জন যাত্রীকে পৃথিবী থেকে ১০০ কিলোমিটারেরও বেশি উঁচু স্থানে ভ্রমণ করাবে।
জেফ বেজোস সোমবার বিকেলে ইনস্টাগ্রামে ভাই মার্ক বেজোসের সঙ্গে তাঁর মহাকাশ ভ্রমণের পরিকল্পনা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি যখন পাঁচ বছর বয়সী তখন থেকেই মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখছিলাম। ২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রাটি করব। আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হবে এটি।’
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্লু অরিজিনের দেওয়া তথ্য মতে, নিউ শেপার্ড মহাকাশযানের একটি আসনের জন্য নিলামের চলমান দ্বিতীয় রাউন্ডে সর্বোচ্চ ২৮ লাখ ডলার টিকিট মূল্য উঠেছে। প্রক্রিয়াটি ১০ জুন পর্যন্ত চলবে এবং ১২ জুন সরাসরি অনলাইন নিলামের মাধ্যমে টিকিট মূল্য চূড়ান্ত হবে।
ব্লু অরিজিনের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১২ সাল থেকে নিউ শেপার্ড এবং এর প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। এই প্রোগ্রামটিতে তিনটি জরুরি এসকেপ টেস্টসহ ১৫টি সফল মিশন সম্পন্ন হয়েছে।
মারকারি প্রকল্পের অধীন মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নভোচারী অ্যালান শেপার্ডের নামানুসারে রকেটের নাম নিউ শেপার্ড রেখেছে ব্লু অরিজিন। এটি পুনঃব্যবহারযোগ্য সাব অরবিটাল রকেট সিস্টেম।
রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিভা ও বিতর্কিত কর্মজীবনের জন্য পরিচিত ছিলেন। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক আবিষ্কার করেছিলেন এই প্রত্নতত্ত্ববিদ। কিন্তু ইতিহাসের পাতায় আজও উপেক্ষিত।
৮ ঘণ্টা আগেরঙের জগতে নতুন চমক নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন একটি রং আবিষ্কার করেছেন, যা সাধারণ চোখে আগে কখনো দেখা যায়নি। এই রঙের নাম রাখা হয়েছে ‘ওলো’, যা দেখতে একধরনের গাড় সবুজাভ নীল।
১৫ ঘণ্টা আগেআইনস্টাইনের কথা উঠলেই চলে আসে আরও একজনের নাম। তিনি হলের এমি নোয়েথার। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন এই নারী। তিনি ছিলেন জার্মান গণিতবিদ। মাত্র ৫৩ বছর বয়সে মারা যান এই নারী। কিন্তু এই অল্প কিছুদিনেই গণিতে তাঁর অবদান অসামান্য।
১ দিন আগেজলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের কৃষিপ্রধান দেশগুলোর ধানে আর্সেনিকের উপস্থিতির আশঙ্কা বেড়ে গেছে। সম্প্রতি দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে