Ajker Patrika

আগামী মাসেই ভাইকে নিয়ে মহাকাশে যাবেন বেজোস

আপডেট : ০৭ জুন ২০২১, ২৩: ২৯
আগামী মাসেই ভাইকে নিয়ে মহাকাশে যাবেন বেজোস

ঢাকা: আগামী মাসেই মহাকাশে উড়বে ব্লু অরিজিনের নিউ শেপার্ড। এতে প্রথম মহাকাশ ভ্রমণকারী হিসেবে থাকবেন স্বয়ং জেফ বেজোস ও তাঁর ভাই। বিলিয়নিয়ার বেজোসের ব্লু অরিজিনের যাত্রীবাহী রকেটটি ২০ জুলাই উৎক্ষেপণ করা হবে। যাত্রীরা মোট ১০ মিনিট মহাকাশে অবস্থান করবেন। এর মধ্যে চার মিনিট থাকবেন কারমান লাইনের উপরে। কারমান রেখাটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যেবর্তী সীমানা।

নিউ শেপার্ড রকেট-ও-ক্যাপসুল কম্বো স্বয়ংক্রিয়ভাবে ছয়জন যাত্রীকে পৃথিবী থেকে ১০০ কিলোমিটারেরও বেশি উঁচু স্থানে ভ্রমণ করাবে।

জেফ বেজোস সোমবার বিকেলে ইনস্টাগ্রামে ভাই মার্ক বেজোসের সঙ্গে তাঁর মহাকাশ ভ্রমণের পরিকল্পনা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি যখন পাঁচ বছর বয়সী তখন থেকেই মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখছিলাম। ২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রাটি করব। আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হবে এটি।’

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্লু অরিজিনের দেওয়া তথ্য মতে, নিউ শেপার্ড মহাকাশযানের একটি আসনের জন্য নিলামের চলমান দ্বিতীয় রাউন্ডে সর্বোচ্চ ২৮ লাখ ডলার টিকিট মূল্য উঠেছে। প্রক্রিয়াটি ১০ জুন পর্যন্ত চলবে এবং ১২ জুন সরাসরি অনলাইন নিলামের মাধ্যমে টিকিট মূল্য চূড়ান্ত হবে।

ব্লু অরিজিনের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১২ সাল থেকে নিউ শেপার্ড এবং এর প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। এই প্রোগ্রামটিতে তিনটি জরুরি এসকেপ টেস্টসহ ১৫টি সফল মিশন সম্পন্ন হয়েছে।

মারকারি প্রকল্পের অধীন মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নভোচারী অ্যালান শেপার্ডের নামানুসারে রকেটের নাম নিউ শেপার্ড রেখেছে ব্লু অরিজিন। এটি পুনঃব্যবহারযোগ্য সাব অরবিটাল রকেট সিস্টেম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত