'কিয়ের বাজেট, আমরা কি দেশের লোক'
'কিয়ের বাজেট? আমরা কি দেশের লোক? বাজেটে আমরার কি যায় আহে? আমরা ছোট দোকান করি, দিনে চার-পাঁচশ টেকা কামাই। যারা দিনে দশ-বিশ লাখ কামায় বাজেট হইলো ওগো। বাজেট হইলে আমাগো কোনো লাভ হইবো? হইলে ক্ষতি হইবো। চিনি, ডাইল, তেলের দাম বাড়বো