Ajker Patrika

কোচও বেলমাথা, গোলিও বেলমাথা– গোল তো খাইবই

ফজলুল কবির
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ২৩: ২৩
কোচও বেলমাথা, গোলিও বেলমাথা– গোল তো খাইবই

সব এমন রং করছেন কেন?
আবু তাহের: ভাল্লাগে।

এটা তো আর্জেন্টিনার পতাকার রং—
আবু তাহের: হ। ভাল্লাগে।

রং কে করছে?
আবু তাহের: আমিই করছি।

রিকশা নিজের?
আবু তাহের: হ, আমারই রিকশা। নাইলে রং করা যাইত না।

কেন ভালো লাগে?
আবু তাহের: খেলে ভালো। কতো স্টার!

কী খেলে?
আবু তাহের: ফুটবল। (প্যাডেল দেওয়া বন্ধ করে অনেকটা বিরক্ত হয়ে পেছনে তাকিয়ে বললেন। মনে হলো, পেছনে প্রতিপক্ষ ব্রাজিল শিবিরের কেউ গেজাচ্ছেন বলে মনে করেছেন!)

ফুটবল খেলে ভালো? তা বিশ্বকাপ তো পায় না তারা? কী খেলে?
আবু তাহের: কে কয় পায় না? চৌদ্দর (২০১৪) বিশ্বকাপ তো জার্মানি ষড়যন্ত্র কইরা নিয়া গেছে।

ছবি: ফজলুল কবিরকেমনে ষড়যন্ত্র হইল? জার্মানি গোল না দিয়া জিতছে?
আবু তাহের: না দিছে। কিন্তু একটা পেনাল্টি দেয় নাই। আর ওই একটা গোল, ওইটাও তো অফসাইডে ছিল।

তা রেফারি কী করছে?
আবু তাহের: ষড়যন্ত্র।

এর পরে আর বিশ্বকাপ হয় নাই?
আবু তাহের: হইব না কেন? আঠারো (২০১৮) সালেই হইছে। ওইটা জমে নাই। ফ্রান্সের কাছে হাইরা গেছে।

কার খেলা ভালো লাগে আপনার?
আবু তাহের: মেসির খেলা।

কিন্তু সে তো জিতাইতে পারল না।
আবু তাহের: চৌদ্দতে (২০১৪ সালে বিশ্বকাপ ফুটবলের) ফাইনালে নিল। কোপার (কোপা আমেরিকার) ফাইনালে নিল।

ফাইনাল খেলছে। কিন্তু জিততে তো পারে নাই?
আবু তাহের: ডিফেন্স নাই। জিতব কেমনে? সাম্পাওলি বেলমাথা, বুঝে কিছু? সাম্পাওলি কোচ। গুলি (গোলকিপার) নিছে আরেক বেলমাথারে। কোচও বেলমাথা, গুলিও বেলমাথা। গোল তো খাইবই। বল দেইখা তাল পায় না।

আর তো আশা নাই।
আবু তাহের: কেন? আগামী বছর খেলা আছে না?

কিন্তু মেসির তো ফর্ম নাই।
আবু তাহের: আছে, আছে।

কই। আগে যাও ক্লাবের খেলায় ভালো করত, এখন তো আর তেমন খেলে না।
আবু তাহের: আগামী বছর খেলা আছে না?

আপনি কবে থেকে আর্জেন্টিনার ভক্ত হলেন?
আবু তাহের: ছিয়াশি সালে (১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবল), তখন ছোট ছিলাম। ওই সময় থেইকাই।

তার মানে ম্যারাডোনা—
আবু তাহের: কী খেলত! মরল যে, পুরো পৃথিবী একটা লাড়া (নাড়া) খাইল না? লাড়া খাইল। যেমন খেলত, তেমন কথা কইত। সবাই আহাজারি করছে।

তা ওই ছিয়াশির পর তো আর জিতল না। কেন বলেন তো?
আবু তাহের: ডিফেন্স নাই। ডিফেন্স না থাকলে খেলা হয়? হয় না। গুলিও (গোলকিপার) ভালো পায় না। এই দুইটা জায়গা ঠিক হইলেই জিতব। আগামীবারই জিতব।

ধন্যবাদ, ভালো থাইকেন। দেখা হবে।
আবু তাহের: দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত