‘বাঁচার ব্যবস্থা করে লকডাউন দিলে সমস্যা নাই’
পেশা বদলে মো. রুবেল এখন পুরোদস্তুর রিকশাচালক। এই তিন চাকাতেই চলে তাঁর সাতজনের সংসার। রুবেল সবই বোঝেন। বোঝেন বলেই বললেন, ‘যেভাবে মানুষ মরছে, তাতে লকডাউন দেওয়া ঠিক আছে। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা তো বাঁচতে পারি না। আবার সব দিক দেখলে ঠিক আছে। আমাদের বাঁচার ব্যবস্থা করে লকডাউন দিক, কোনো সমস্যা নেই।’