Ajker Patrika

‘দ্যাশে খালি শিল্পপতি আর সরকার সচ্ছল’

ইমরান খান
আপডেট : ০৩ জুন ২০২১, ২১: ১৯
‘দ্যাশে খালি শিল্পপতি আর সরকার সচ্ছল’

ঢাকা: বাজেট নিয়ে মানুষের আগ্রহ কতটা? সোজা কথায় অত হিসাব–নিকাশ তাঁরা বোঝেন না। তাঁরা শুধু বোঝেন, নুনটা, তেলটা আর চালটার দাম কমলো নাকি বাড়ল। তাই আজকে যে জাতীয় বাজেট উপস্থাপনের দিন সে খোঁজ নেই অনেকের কাছেই। এমনকি আব্দুল হাই (৫৫) বেশ পুরোনো ক্ষুদ্র ব্যবসায়ী হলেও জাতীয় বাজেটে আগ্রহ নেই তাঁর। দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া বাজারে এসেছিলেন চাল–ডাল কিনতে।

আজ তো সংসদে বাজেট, খোঁজ আছে? মোটরসাইকেলে বসা অবস্থাতেই বললেন, নাহ! আসলে! মুখে সংকোচের হাসি। খোঁজ নাই কেন? কারণ, করোনা নিয়া সবাই ব্যস্ত, দেহেন না? কেমনে সুস্থ থাহন যাইবো হেই চিন্তা কইরাই তো কুল পাই না!

অর্থমন্ত্রী তো বলেছেন এবারের বাজেট সব শ্রেণি–পেশার মানুষের জন্য। আপনি কি বলেন? নাহ্! মন্ত্রীর আশ্বাসে বিশ্বাস নেই আব্দুল হাইয়ের। রাজনীতিকদের ওপর থেকেই আস্থা উঠে গেছে তাঁর।

‘যেইভাবে দেশ চালাইতাছে দেহেন না? যে অবস্থা চলছে, সাধারণ মানুষ, গরিবের কোন উপায় আছে? জিনিসপত্রের দাম যে অবস্থা! তেল-টেল যা আছে সবই তো এক অবস্থা। ব্যবসা-বাণিজ্য আছে কিছু? দেশে খালি শিল্পপতি আর সরকার সচ্ছল।’

জিনিসপত্রের দাম বাড়লে মানুষ অভিযোগ-আন্দোলন করে না কেন? আব্দুল হাই বলেন, সরকারের ভয়ে, মামলা-মোকদ্দমার ভয়ে। বিস্তর উদাহরণ টেনে তিনি বলেন, কথা কইলেই তো বিভিন্ন ইস্যু দিয়া জেলে ভইরা থোয়। আপনেরা তো বোঝেন–ই। সরকারের লগে পারার তো কোন রাস্তা নাই। কথা বললেই বিপদ। এইভাবে যে কয়দিন চলে।

২০২০-২১ সালের বাজেটের কেমন বাস্তবায়ন দেখলেন? আব্দুল হাই ইতিবাচক কিছুই দেখছেন না। বছরজুড়ে সংবাদমাধ্যমে দুর্নীতি লুটপাটের খবর দেখতে দেখতে তাঁর দৃঢ় বিশ্বাস জন্মে গেছে–সব গেছে সরকারি লোকেদের পেটে!

‘তাতো দেখছেনই। কুটি কুটি (কোটি) টাকা কীভাবে আত্মসাৎ-লুটপাট করছে। সরকারের লোকেরা এই তো করতাছে, আর কি করতাছে? গরিব দিনে দিনে বাড়তাছেগা, সাধারণ মানুষ গরিব হইয়া যাইতাছেগা। যারা রাজনীতি করতাছে আর যারা আমলা তাঁরাই তো দ্যাশ বিদাশে বাড়িঘর করতাছে। আর সাধারণ মানুষ জায়গা জমি বেইচ্যা খাইতাছে, পেশা বদলাইতাছে।’

তাহলে এবারের বাজেটে কি একুটও আশা দেখছেন না আব্দুল হাই? তাচ্ছিল্যের সুরে বলেন, হ্যাহ! সরকার যদি ঠিক না থাহে, মন্ত্রী মিনিস্টার যদি চোর থাহে, বাজেট জনগণের পক্ষে কেমনে আইবো? সরকার যদি চোর না আটকাইতে পারে সাধারণ মানুষ কিছু পাইবো? দেহেন নাই-করোনার মধ্যে কত রহমের সাহায্য আইছে। দেহেন মানুষ পাইছেনি। বিভিন্ন খবরে তো আইতাছে। মেডিকেলে দেহেন না? কুটি কুটি (কোটি) টাকা আত্মসাৎ করে; কানাডায় বাড়ি করে, ওইহানে বাড়ি করে। একজন মহিলা সচিপ (সচিব) কি করছে দেহেন নাই? একজন সাংবাদিক প্রতিবাদ করতে গেছে, হ্যারে (তাঁকে) জেলে ভইরা থুইয়া দেছে। বড়, সিনিয়র সাংবাদিকরেই যদি জেলে ভইরা রাহে, আমরা সাধারণ মানুষ কী?

চোখেমুখে ক্ষোভ আর হতাশা নিয়ে মোটরসাইকেল স্টার্ট দিয়ে সোজা টান দেন আব্দুল হাই। এ নিয়ে আর কথা বলার মতো প্রবৃত্তি যেন নেই তাঁর!

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত