Ajker Patrika

মাস্ক উঠেছে মাথায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাস্ক উঠেছে মাথায়

রাজধানীর মেরাদিয়া এলাকায় ফল বিক্রিতা মাহফুজ। করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনেও দোকান খুলেছেন। করোনা সচেতনতায় মাস্কের ব্যবহার করছেন তবে মুখে নয়, মাথায়। ফেসবুকে দেখা এক ভিডিওতে অনুপ্রেরণা পেয়েই তাঁর মাস্ক মাথায় উঠেছে। 

এ বিষয়ে মাহফুজ বলেন, ‘কয়দিন আগে একটা ভিডিও দেখছি, এক লোক তিনটা মাস্ক কিন্যা মুখের তিন জায়গায় লাগাইছে। ভাল্লাগছে ভিডিওটা।’ 

আজ মঙ্গলবার সকাল থেকে এভাবেই দোকানে ফল বিক্রি করতে দেখা যায় মাহফুজকে। করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে তাঁর ধারণা-বিশ্বাসেও রয়েছে ভিন্নতা। 

তিনি বলেন, ‘দিনে ৫ বার নামাজ পরি, এতে আমার ব্যায়াম হয়ে যায়; ফজরের নামাজ পইরা বাইর হইছি, গোসল কইরা সব সময় পরিষ্কার থাকি। আমার করোনা হইবোনা।’ 

 ‘মাস্ক’ ব্যবহার আলাদা করে কোনো অর্থ রাখে না মাহফুজের কাছে। করোনা নয় বরং ধুলাবালি থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত