প্রতিনিধি
কোটচাঁদপুর (ঝিনাইদহ): গত বুধবার সন্ধ্যায় কোটচাঁদপুরের ফুলবাড়ি এলাকায় হাতি দিয়ে টাকা তুলছিলেন মাহুত রানা আহম্মেদ। সঙ্গে তাঁর সহযোগী হাসান। এভাবে হাতি দিয়ে টাকা তোলাকে সবাই ভালো চোখে দেখেন না। কেউ কেউ বলেন চাঁদাবাজি। ফুলবাড়ি বাজারের মুদি দোকানি আশরাফুল ইসলাম সরাসরি বলেই বসলেন, এরা তো হাতির ভয় দেখিয়ে দোকানে দোকানে টাকা তুলছে। আবার অল্প টাকা দিলে নিচ্ছে না। এটা তো চাঁদাবাজি।
এমনকি প্রশাসনের কাছেও এ নিয়ে অভিযোগ গেছে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, মানুষকে ভয় দেখিয়ে টাকা নেওয়া তো ঠিক না। এটা চাঁদাবাজি। আমি খোঁজ নিয়ে দেখছি। আমার এলাকায় এসব চলবে না।
কিন্তু মাহুতরা বলছেন, তাঁদের তো কিছু করার নেই। পেটের দায়ে হাতি নিয়ে সাহায্য তুলতে বের হতে হয়। মানুষ বিরক্ত হয় ঠিক, কিন্তু ক্ষুধা মেটাবে কে?
মাহুত রানা আহম্মেদ বলেন, সার্কাস বন্ধ; তাই ঘুরতাছি। গেল এক বছর করোনার কারণে কোনো সার্কাস হচ্ছে না। শুয়ে বসে আর কতো দিন চলে। পেট তো আর করোনা মানে না! তাই বেড়ইছি। রাস্তায় চলার পথে মানুষ যা দু–এক টাকা দিচ্ছে, তাই দিয়ে হাতির খাবার আর আমাদের দুজনের সংসার চলে।
ওসির বক্তব্য শুনালে দুই মাহুত বলেন, মানুষ হাতি দেখে খুশি হয়ে টাকা দেয়। চাঁদাবাজি হবে কেন? আর আমরা তো কারও কাছ থেকে জোর করে টাকা নিচ্ছি না।
কোটচাঁদপুর (ঝিনাইদহ): গত বুধবার সন্ধ্যায় কোটচাঁদপুরের ফুলবাড়ি এলাকায় হাতি দিয়ে টাকা তুলছিলেন মাহুত রানা আহম্মেদ। সঙ্গে তাঁর সহযোগী হাসান। এভাবে হাতি দিয়ে টাকা তোলাকে সবাই ভালো চোখে দেখেন না। কেউ কেউ বলেন চাঁদাবাজি। ফুলবাড়ি বাজারের মুদি দোকানি আশরাফুল ইসলাম সরাসরি বলেই বসলেন, এরা তো হাতির ভয় দেখিয়ে দোকানে দোকানে টাকা তুলছে। আবার অল্প টাকা দিলে নিচ্ছে না। এটা তো চাঁদাবাজি।
এমনকি প্রশাসনের কাছেও এ নিয়ে অভিযোগ গেছে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, মানুষকে ভয় দেখিয়ে টাকা নেওয়া তো ঠিক না। এটা চাঁদাবাজি। আমি খোঁজ নিয়ে দেখছি। আমার এলাকায় এসব চলবে না।
কিন্তু মাহুতরা বলছেন, তাঁদের তো কিছু করার নেই। পেটের দায়ে হাতি নিয়ে সাহায্য তুলতে বের হতে হয়। মানুষ বিরক্ত হয় ঠিক, কিন্তু ক্ষুধা মেটাবে কে?
মাহুত রানা আহম্মেদ বলেন, সার্কাস বন্ধ; তাই ঘুরতাছি। গেল এক বছর করোনার কারণে কোনো সার্কাস হচ্ছে না। শুয়ে বসে আর কতো দিন চলে। পেট তো আর করোনা মানে না! তাই বেড়ইছি। রাস্তায় চলার পথে মানুষ যা দু–এক টাকা দিচ্ছে, তাই দিয়ে হাতির খাবার আর আমাদের দুজনের সংসার চলে।
ওসির বক্তব্য শুনালে দুই মাহুত বলেন, মানুষ হাতি দেখে খুশি হয়ে টাকা দেয়। চাঁদাবাজি হবে কেন? আর আমরা তো কারও কাছ থেকে জোর করে টাকা নিচ্ছি না।
প্রায় ৪৫ বছর আগের কথা। বিয়ের পর স্বামীর সঙ্গে ভালোই চলছিল শেফালী বেগমের সংসার। হঠাৎ করেই একদিন উধাও তাঁর স্বামী আলম হোসেন। এরপরই পাল্টে যায় শেফালীর জীবন।
২৯ জানুয়ারি ২০২৫ভোরের আলো ফোটার আগেই রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রমজীবীদের হাটে জড়ো হন শত শত শ্রমজীবী মানুষ। বিভিন্ন বয়সের পুরুষ ও নারী শ্রমিকেরা এই হাটে প্রতিদিন ভিড় করেন একটু কাজ পাওয়ার আশায়। তবে দিন যত যাচ্ছে, তাঁদের জীবনের লড়াই ততই কঠিন হয়ে উঠছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি তাঁদের জীবনকে দুর্বিষ
২৬ অক্টোবর ২০২৪ফেলুদার দার্জিলিং জমজমাট বইয়ে প্রথম পরিচয় দার্জিলিংয়ের সঙ্গে। তারপর অঞ্জন দত্তের গানসহ আরও নানাভাবে হিল স্টেশনটির প্রতি এক ভালোবাসা তৈরি হয়। তাই প্রথমবার ভারত সফরে ওটি, শিমলা, মসুরির মতো লোভনীয় হিল স্টেশনগুলোকে বাদ দিয়ে দার্জিলিংকেই বেছে নেই। অবশ্য আজকের গল্প পুরো দার্জিলিং ভ্রমণের নয়, বরং তখন পরিচয়
২৩ অক্টোবর ২০২৪কথায় আছে না—‘ঘরপোড়া গরু, সিঁদুরেমেঘ দেখলেই ডরায়’! আমার হইছে এই অবস্থা। বাড়িতে এখন বাড়িআলী, বয়স্ক বাপ-মা আর ছোট মেয়ে। সকাল থেকে চার-পাঁচবার কতা বলিচি। সংসার গোচাচ্ছে। আইজকা সন্ধ্যার দিকে ঝড় আসপি শুনতিছি। চিন্তায় রাতে ভালো ঘুমাতে পারিনি...
২৬ মে ২০২৪