Ajker Patrika

‘লোকে বলে চাঁদাবাজি, আমার তো পেটে ক্ষুধা’

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৩: ৪২
‘লোকে বলে চাঁদাবাজি, আমার তো পেটে ক্ষুধা’

কোটচাঁদপুর (ঝিনাইদহ): গত বুধবার সন্ধ্যায় কোটচাঁদপুরের ফুলবাড়ি এলাকায় হাতি দিয়ে টাকা তুলছিলেন মাহুত রানা আহম্মেদ। সঙ্গে তাঁর সহযোগী হাসান। এভাবে হাতি দিয়ে টাকা তোলাকে সবাই ভালো চোখে দেখেন না। কেউ কেউ বলেন চাঁদাবাজি। ফুলবাড়ি বাজারের মুদি দোকানি আশরাফুল ইসলাম সরাসরি বলেই বসলেন, এরা তো হাতির ভয় দেখিয়ে দোকানে দোকানে টাকা তুলছে। আবার অল্প টাকা দিলে নিচ্ছে না। এটা তো চাঁদাবাজি। 

এমনকি প্রশাসনের কাছেও এ নিয়ে অভিযোগ গেছে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বলেন, মানুষকে ভয় দেখিয়ে টাকা নেওয়া তো ঠিক না। এটা চাঁদাবাজি। আমি খোঁজ নিয়ে দেখছি। আমার এলাকায় এসব চলবে না। 

কিন্তু মাহুতরা বলছেন, তাঁদের তো কিছু করার নেই। পেটের দায়ে হাতি নিয়ে সাহায্য তুলতে বের হতে হয়। মানুষ বিরক্ত হয় ঠিক, কিন্তু ক্ষুধা মেটাবে কে? 

মাহুত রানা আহম্মেদ বলেন, সার্কাস বন্ধ; তাই ঘুরতাছি। গেল এক বছর করোনার কারণে কোনো সার্কাস হচ্ছে না। শুয়ে বসে আর কতো দিন চলে। পেট তো আর করোনা মানে না! তাই বেড়ইছি। রাস্তায় চলার পথে মানুষ যা দু–এক টাকা দিচ্ছে, তাই দিয়ে হাতির খাবার আর আমাদের দুজনের সংসার চলে। 

ওসির বক্তব্য শুনালে দুই মাহুত বলেন, মানুষ হাতি দেখে খুশি হয়ে টাকা দেয়। চাঁদাবাজি হবে কেন? আর আমরা তো কারও কাছ থেকে জোর করে টাকা নিচ্ছি না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত