Ajker Patrika

'কিয়ের বাজেট, আমরা কি দেশের লোক'

সাখাওয়াত ফাহাদ 
আপডেট : ০২ জুন ২০২১, ২০: ৪২
'কিয়ের বাজেট, আমরা কি দেশের লোক'

ঢাকা: বনশ্রী সি ব্লকে তিন বছর ধরে পান সিগারেটের বিক্রি করেন মো. হাসমত শেখ। থাকেন দুই নম্বর রোডে। স্ত্রী-সন্তানসহ ভাইয়ের সঙ্গে থাকেন। আসন্ন বাজেট নিয়ে অনেকের মধ্যেই উদ্দীপনা থাকলেও তাঁর মধ্যে তেমন কিছুই নেই।

বাজেট সম্পর্কে জিজ্ঞেস করতেই পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, 'কিয়ের বাজেট? আমরা কি দেশের লোক? বাজেটে আমরার কি যায় আহে? আমরা ছোট দোকান করি, দিনে চার-পাঁচশ টেকা কামাই। যারা দিনে দশ-বিশ লাখ কামায় বাজেট হইলো ওগো। বাজেট হইলে আমাগো কোনো লাভ হইবো? হইলে ক্ষতি হইবো। চিনি, ডাইল, তেলের দাম বাড়বো।'

জীবন রক্ষার বাজেট, গরীবের বাজেট এইসব ভাওতাবাজি বলে হতাশকন্ঠে তিনি বলেন, 'বাজেটে আমাগোর আসলে কিছু নাই। পান-সিগারেটের দাম বাড়লে বেশি দামে কিনমু, বেশি দামে বেঁচমু। আর কমলে কম দামে কিনমু, কমদামে বেঁচমু। এইসব বাজেট হইলো বড়লোগ গো কাজকাম। আমাগোর লেইগ্যা বাজেট না।'

বাজেটের কোন সুফল সাধারণ জনগণ পাচ্ছে না জানিয়ে তিনি বলেন, 'বাজেট নিয়া কইলে তো আবার মাইর-মুইর দিতে পারে। সিগারেট কিনতে গেলে কয়, ৫ টেহা বেশি দিবি? দিলে নে, নাইলে যাগা। বাজেট হইতাসে, দাম বাড়তাসে সবকিছুর। কিন্তু আপনের বেতন বাড়ছে? আমার বেঁচা বাড়বো? বেশি দামে সিগ্রেট কিনা বেশি দামে বেঁচলে কি লাভ বেশি হইবো? এইসব নিয়া হুদাই কথা কইয়া কোন লাভ নাই।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত