Ajker Patrika

সরকার গণতন্ত্রকে চরম দুর্দশায় ফেলেছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার গণতন্ত্রকে চরম দুর্দশায় ফেলেছে: মির্জা ফখরুল 

বর্তমান সরকার গণতন্ত্রকে চরম দুর্দশায় ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, ‘অবৈধ শাসন ফ্যাসিবাদী কায়দায় দীর্ঘায়িত করতে যেয়ে সরকার দেশ, রাজনীতি ও গণতন্ত্রকে চরম দুর্দশায় ফেলেছে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘এ দেশে জনগণের মালিকানা কেড়ে নিয়ে ঘোর দুর্দিন নামিয়ে আনা হয়েছে। অবাধ, নিরপেক্ষ ভোটের মাধ্যমে স্বাধীনভাবে জনপ্রতিনিধি নির্বাচনের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে ধ্বংস করা হয়েছে।’ 

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা গুম-খুন-ক্রসফায়ার আর মিথ্যা মামলার হিড়িকের এই দুঃসময় কাটিয়ে উঠতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিবাদের কবল থেকে গণতন্ত্রের মুক্তির মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলি।’ 

বাংলাদেশসহ বিভিন্ন দেশে এখনো একদলীয় দুঃশাসনের ঘন অন্ধকার বিরাজমান—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশে রাজনীতি ও গণতন্ত্রের পথকে সংকুচিত করে দেওয়া হয়েছে। নাগরিক অধিকার, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবিক সাম্য হরণ করা হয়েছে। নানা কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে মত প্রকাশের স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে। ভিন্নমতের কারণে অনেকেই গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় গৃহবন্দী রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত