Ajker Patrika

মার্কিন ভিসা নীতি সরকারের প্রতি অশনিসংকেত: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৮
মার্কিন ভিসা নীতি সরকারের প্রতি অশনিসংকেত: আ স ম রব

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এটি সরকারের প্রতি অশনিসংকেত বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ‌সভাপতি আ স ম আবদুর রব। 

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো ‌এক বিবৃতিতে এসব কথা বলেন আ স ম রব। বিবৃতিতে আ স ম রব ছাড়াও স্বাক্ষর করেছেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।  

বিবৃতিতে প্রহসনমূলক ও একতরফা নির্বাচনের পাঁয়তারা পরিহার করে অবিলম্বে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় জেএসডি।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, ভোট কারচুপি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাবেশে বিঘ্ন সৃষ্টি, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রকাশে বাধা দেওয়াসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নির্বাচনী বৈতরণি পার হওয়া সরকারের কর্মকাণ্ডের ফলেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি। গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের অভাবে ক্ষমতাসীনদের তথাকথিত ‘বিশ্বের রোল’ মডেল বাংলাদেশ আজ নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডা, নিকারাগুয়া ও বেলারুশের সমমর্যাদায় চিহ্নিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত