Ajker Patrika

আন্তর্জাতিক আইন মানলে জামায়াতের কাউকেই ফাঁসি দেওয়া যেত না: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২২: ০৬
আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি: আজকের পত্রিকা
আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক আইন মানলে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কোনো নেতাকেই ফাঁসি দেওয়া যেত না বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ মঙ্গলবার আজহারের আপিল শুনানির জন্য দিন ধার্যের পর সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনজীবী শিশির মনির বলেন, এখানে আবদুল কাদের মোল্লা, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, কামারুজ্জামানসহ সবার মামলার বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এ জন্যই প্রধান বিচারপতি মনে করছেন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া দরকার।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না—এই প্রশ্ন উঠেছিল কাদের মোল্লার মামলায়। সেই মামলায় তখনকার আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছিলেন আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা নেই। এই প্রয়োজন নেই বলেছিলেন—এটাকে আমরা এখন রিভিউ করতে চাই। আমরা বলছি ন্যায়বিচারের জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয়তা থাকতে হবে। আন্তর্জাতিক আইন ও মানদণ্ড যদি মানা হতো যাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে এবং এখন যার বিচারের বিষয়ে রিভিউ করা হয়েছে তাদের সবাইকেই খালাস দিতে হতো।’

শিশির মনির বলেন, একটি বিধান ছিল যদি তদন্ত কর্মকর্তার কাছে কোনো সাক্ষী জবানবন্দি দিয়ে থাকেন পরবর্তীকালে আদালতে না আসলেও ওই জবানবন্দি আদালতে সাক্ষ্য হিসেবে নেওয়া যাবে। ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে কোনো সাক্ষী তদন্ত কর্মকর্তার জবানবন্দি দেওয়ার পর আদালতে এসে সাক্ষ্য দেননি—তা গ্রহণ করা যায় না। যদি তা মানা যেত তাহলে অনেককেই সাজা দিতে পারতেন না। সেই প্রশ্ন এখানে নিষ্পত্তি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত