Ajker Patrika

বিএনপির হরতালের মধ্যে পুলিশের দখলে নয়াপল্টন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০: ১৩
বিএনপির হরতালের মধ্যে পুলিশের দখলে নয়াপল্টন 

২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর বিএনপির ডাকা হরতালের মধ্যে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।নাইটিঙ্গেল মোড় থেকে অলিগলিতেও তাঁদের অবস্থান দেখা গেছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, বিএনপির কার্যালয়ের মূল ফটক ঘিরে রাখা হয়েছে।কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। 

আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। তবে সকাল থেকে এখনো দলটির কোনো কার্যক্রম চোখে পড়েনি। হরতাল সত্ত্বেও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে অন্য দিনের তুলনায় গাড়ি সংখ্যায় কম। 

প্রসঙ্গত, নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল শনিবার রাতেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই প্লাটুন ও পল্টনে দুই প্লাটুন বিজিবি টহলে রয়েছে। এ ছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত