নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ১২টায় বাসায় পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়াকে বাসায় আনার পর শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে পরীক্ষা-নিরীক্ষা চলে। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড কিছু ওষুধ দেয়। এরপর সুস্থতা বোধ করলে বোর্ডের পরামর্শে তাঁকে বাসায় আনা হয়।
বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে জাহিদ হোসেন বলেন, হাসপাতাল থেকে বাসায় আসা পর্যন্ত আমরা এখন পর্যন্ত যা দেখেছি, উনি অনেকটা সুস্থতা বোধ করছেন।
জাহিদ হোসেন বলেন, ‘বিদেশি চিকিৎসকদের অস্ত্রোপ্রচারের পর উনি (খালেদা জিয়া) কিছুটা সুস্থ আছেন। তবে এতে করে তাঁর ক্রনিক লিভার ডিজিজ এবং পোর্টাল হাইপারটেনশন যে ভালো হয়ে গেছে তা কিন্তু নয়। সে জন্য এখনো আমরা বলি এবং মেডিকেল বোর্ড মনে করে খালেদা জিয়াকে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসাকেন্দ্রে নিতে হবে। তাহলেই কেবল লিভার ট্রান্সপ্লান্টেশন ও পোর্টাল হাইপারটেনশনের মতো জটিলতাগুলো নিরসন করা সম্ভব হবে। তখনই উনি সত্যিকার অর্থে সুস্থ হবেন। এটা যত দ্রুত করা যায়, ততই ওনার জন্য মঙ্গল।’
এ জন্য বরাবরের মতো আবারও দলের এবং পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আহ্বান জানান জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার জটিলতাগুলো নিরাময়যোগ্য। যথাযথ চিকিৎসার সুযোগ দিলে উনি সুস্থ হবেন।
তবে অনেক জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে খালেদা জিয়া আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ১২টায় বাসায় পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়াকে বাসায় আনার পর শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে পরীক্ষা-নিরীক্ষা চলে। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড কিছু ওষুধ দেয়। এরপর সুস্থতা বোধ করলে বোর্ডের পরামর্শে তাঁকে বাসায় আনা হয়।
বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে জাহিদ হোসেন বলেন, হাসপাতাল থেকে বাসায় আসা পর্যন্ত আমরা এখন পর্যন্ত যা দেখেছি, উনি অনেকটা সুস্থতা বোধ করছেন।
জাহিদ হোসেন বলেন, ‘বিদেশি চিকিৎসকদের অস্ত্রোপ্রচারের পর উনি (খালেদা জিয়া) কিছুটা সুস্থ আছেন। তবে এতে করে তাঁর ক্রনিক লিভার ডিজিজ এবং পোর্টাল হাইপারটেনশন যে ভালো হয়ে গেছে তা কিন্তু নয়। সে জন্য এখনো আমরা বলি এবং মেডিকেল বোর্ড মনে করে খালেদা জিয়াকে মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসাকেন্দ্রে নিতে হবে। তাহলেই কেবল লিভার ট্রান্সপ্লান্টেশন ও পোর্টাল হাইপারটেনশনের মতো জটিলতাগুলো নিরসন করা সম্ভব হবে। তখনই উনি সত্যিকার অর্থে সুস্থ হবেন। এটা যত দ্রুত করা যায়, ততই ওনার জন্য মঙ্গল।’
এ জন্য বরাবরের মতো আবারও দলের এবং পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আহ্বান জানান জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার জটিলতাগুলো নিরাময়যোগ্য। যথাযথ চিকিৎসার সুযোগ দিলে উনি সুস্থ হবেন।
তবে অনেক জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে খালেদা জিয়া আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য। তবে কোনো অপরিপক্ব বা প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশিশক্তি ও কালোটাকামুক্ত। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও ব্যর্থ হবে। প্রবাসীদের ভোটাধিকার
৩ ঘণ্টা আগেগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী ৫ আগস্ট বা এর পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জনগণ আশা করে। তিনি মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ
৩ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগেবজলুর রশীদ ফিরোজ বলেন, ‘সরকার যখন খুব বিপদে পড়ে, আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা এবং মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে। তারা দেখাতে চায় যে, এরা সবাই আমার সঙ্গে আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই...
৪ ঘণ্টা আগে