নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘সরকার মানুষের সঙ্গে অবিচার করছে। রমজানের শুরুতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। আমরা সরকারকে বারবার বলেছি, দেশের মানুষ কষ্টে আছে। সরকার আমাদের কথা বিশ্বাস করে না। এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না!’
আজ শনিবার বিকেলে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় যুব সংহতির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে জিএম কাদের এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকারি দলের নেতারা বলছেন, দ্রব্যমূল্য কমছে এবং মানুষের আয় বেড়েছে। দ্রব্যমূল্য দেখতে বাজারে যেতে হবে না। টিসিবির একটি ট্রাকের কাছে লাইন দেখুন। টিসিবির পণ্য শেষ হয়ে যায়, কিন্তু মানুষের লাইন শেষ হয় না। অনেকে সারা দিন লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরে যায়।’
টিসিবি দিয়ে এই বাস্তবতা মোকাবিলা করা সম্ভব হবে না–উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘পাঁচ থেকে ছয় কোটি মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। দেশের মানুষকে বাঁচাতে ২ কোটি পরিবারকে রেশন কার্ড দিতে হবে।’
জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে ও সদস্যসচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন—জাপার কো-চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির প্রমুখ।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘সরকার মানুষের সঙ্গে অবিচার করছে। রমজানের শুরুতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। আমরা সরকারকে বারবার বলেছি, দেশের মানুষ কষ্টে আছে। সরকার আমাদের কথা বিশ্বাস করে না। এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না!’
আজ শনিবার বিকেলে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় যুব সংহতির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে জিএম কাদের এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকারি দলের নেতারা বলছেন, দ্রব্যমূল্য কমছে এবং মানুষের আয় বেড়েছে। দ্রব্যমূল্য দেখতে বাজারে যেতে হবে না। টিসিবির একটি ট্রাকের কাছে লাইন দেখুন। টিসিবির পণ্য শেষ হয়ে যায়, কিন্তু মানুষের লাইন শেষ হয় না। অনেকে সারা দিন লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরে যায়।’
টিসিবি দিয়ে এই বাস্তবতা মোকাবিলা করা সম্ভব হবে না–উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘পাঁচ থেকে ছয় কোটি মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। দেশের মানুষকে বাঁচাতে ২ কোটি পরিবারকে রেশন কার্ড দিতে হবে।’
জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে ও সদস্যসচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন—জাপার কো-চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির প্রমুখ।
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
১০ ঘণ্টা আগেজুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠনপ্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত রয়েছে কি না, সে জন্য সব রাজনৈতিক দলের কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত ও বাক্যগত।
১৩ ঘণ্টা আগেরংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জেলা শহরের ন
১৫ ঘণ্টা আগেগণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
১৫ ঘণ্টা আগে