Ajker Patrika

১৫ আগস্টের ষড়যন্ত্র মোকাবিলা করবে ছাত্র-জনতা: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৯: ৩৭
Thumbnail image

১৫ আগস্টকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের মতো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহতদের দেখতে আজ মঙ্গলবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানেই তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। 

মঈন খান বলেন, ‘১৫ আগস্ট সামনে। এদিনকে সামনে রেখে জাতীয় নির্বাচনের মতোই ষড়যন্ত্র চলছে। আমাদের বিশ্বাস, জাগ্রত ছাত্র-জনতা সেই ষড়যন্ত্র মোকাবিলা করবে।’ 

এ সময় সাধারণ মানুষের ভাষা বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন মঈন খান। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রায়ে দায়িত্ব পেয়েছেন। দেশের ক্রান্তিকালে ছাত্র-জনতার ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এ সরকার জনগণের মৌলিক অধিকারের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে।’ 

তিনি বলেন, ‘ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। ফলে তাঁরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। ছাত্ররা প্রমাণ করেছে কোনো স্বৈরাচার সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাঁদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ 

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, আন্দোলনের সময় গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ৭৬৯ জন ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৯০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত