Ajker Patrika

ঢাকার মিরপুরে ও মতিঝিলে জামায়াতের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৭: ০৫
ঢাকার মিরপুরে ও মতিঝিলে জামায়াতের বিক্ষোভ মিছিল 

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। দুপুরে জুমার নামাজের পর মিরপুর-১ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়। একই সময়ে মতিঝিল থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি মতিঝিল থেকে শুরু হয়ে কমলাপুরে গিয়ে শেষ হয়। 

মিরপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর) জামায়াত। সংগঠনের সেক্রেটারি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ রেজাউল করিম মিছিলের নেতৃত্ব দেন। আর ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াত আয়োজন করে মতিঝিল থেকে কমলাপুরের মিছিলটির। এই মিছিলের নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। 

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীসহ সারা দেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই সরকারকে সরে যেতে বাধ্য করব। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে। দলের আটক শীর্ষ নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। জনগণ ফুসে উঠেছে। রাজনৈতিক দলের শীর্ষ নেতা-কর্মীদের সরকার নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে উদ্দেশ্যমূলক সাজা দিচ্ছে।’

এর আগে পূর্বঘোষিত আজ শুক্রবারের ঢাকার সমাবেশ স্থগিতের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আজ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

আজ বেলা আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠানের কথা ছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকার সমাবেশ স্থগিত করল জামায়াত।

সংবাদ সম্মেলনে প্রশাসনের অসহযোগিতার কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এর প্রতিবাদে আগামী ৬ আগস্ট সারা দেশের বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত