Ajker Patrika

বিএনপির রাজনীতি খালেদার স্বাস্থ্য ও তারেকের মুক্তির দাবিতেই সীমাবদ্ধ: তথ্যমন্ত্রী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৯: ২০
বিএনপির রাজনীতি খালেদার স্বাস্থ্য ও তারেকের মুক্তির দাবিতেই সীমাবদ্ধ: তথ্যমন্ত্রী

বিএনপির রাজনীতি শুধু বেগম খালেদার জিয়ার স্বাস্থ্য ও তারেক জিয়ার মুক্তির দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিএনপির সমস্যা শুধু খালেদা জিয়ার সমস্যাই, দেশের মানুষের সমস্যা তাদের সমস্যা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ।  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে আজ বুধবার বিকেলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি শুধুমাত্র খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি এ দুটি নিয়েই ব্যস্ত। তাদের রাজনীতি দুটির মধ্যেই সীমাবদ্ধ। এর থেকে বের হতে পারছে না তারা। খালেদা জিয়ার হাতে যদি একটু ব্যথা বেশি হয় তখন বিএনপি তা নিয়ে কথা বলে। খালেদা জিয়ার গায়ের তাপমাত্রা যদি একটু বেড়ে যায় তা নিয়ে কথা বলে। আর তাদের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার হাঁটুর ব্যথা ও শরীরের তাপমাত্রা মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমি আশা করব তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন।’ 

হাসান মাহমুদ বলেন, ‘বিএনপির আজকে জনগণকে নিয়ে কোনো চিন্তা নেই। শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ আছে। বিএনপি শুধু খালেদা জিয়াকে বাঁচাতে চায়, কিন্তু দেশের মানুষকে বাঁচাতে চায় না। খালেদা জিয়া শুধু রং চং মাখতে পারে না। অথচ সবকিছুই ঠিক আছে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত