Ajker Patrika

সংকটের সমাধান হবে রাজপথে: শামসুজ্জামান দুদু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২২, ১৫: ০৫
সংকটের সমাধান হবে রাজপথে: শামসুজ্জামান দুদু 

দেশের চলমান রাজনৈতিক সংকটসহ সব সমস্যার সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘এই দেশ, এই ভূমি এই দেশের মানুষ সব সময় গণতন্ত্রের পক্ষে। কাজেই রাজপথে আন্দোলন হবে না—এমনটা ভাবার কোনো সুযোগ নেই।’ 

আজ শুক্রবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সম্মেলনকক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা কলেজের সাবেক জিএস ও বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। 

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের যে সংকট, সেটা আমরা ফয়সালা করব রাজপথে—এটাই আমাদের লক্ষ্য। আমাদের নেতা ইতিমধ্যে সেই ঘোষণা দিয়েছেন। এরশাদের পতন হয়েছিল রাস্তায়। শ্রীলঙ্কার পরিবর্তন হলো রাস্তায়। দেশের অনেক ইস্যুর সমাধান হয়েছে রাস্তায়।’ 

আওয়ামী লীগ জানে তাদের ক্ষমতা ছাড়তে হবে—এমন মন্তব্য করে দুদু বলেন, ‘তারা এখন পতনের দ্বারপ্রান্তে। ক্ষমতা এমন জিনিস, যা সহজে কেউ ছাড়তে চায় না। কারণ এখানে থেকে অনায়াসে আরাম-আয়েশ ও লাগামহীন দুর্নীতি করা যায়। আমরা বলব—ভাই, বন্ধু, আপনাদের ক্ষমতা ছাড়তে হবে।’ 

অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, জিয়া নাগরিক ফোরামের মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষক দলের রকিবুল ইসলাম রিপনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহসভাপতি এ কে এম ওয়াজেদ আলী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত