Ajker Patrika

নির্বাচনের ঘোষণায় কোনো কোনো উপদেষ্টার মন খুবই খারাপ: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলেছেন, নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ। একই সঙ্গে দু-একটি দল, যাদের জনসমর্থন নেই এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন; তাদের মনও খুবই খারাপ।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় শোভাযাত্রা শেষে এক সমাবেশে মেজর হাফিজ এসব কথা বলেন। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর আলুপট্টি মোড়ে এই সমাবেশ হয়।

নির্বাচনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ নির্বাচন দেওয়ায়। কিছুদিন আগে প্রফেসর মুহাম্মদ ইউনূস, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তাঁর কথা রেখেছেন।’

বিএনপি নেতা বলেন, ‘আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হই নই। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি আমাদের দায়িত্ব দেওয়া হয়, আমরা ইনশাআল্লাহ দায়িত্ব পালন করব। এই দল জিয়াউর রহমানের দল। আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। কিন্তু দেখা যাচ্ছে দু-একটি দল, যাদের জনসমর্থন নেই, এদের মধ্যে কেউ কেউ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল; জনগণ তাদের ভোট দেবে না। সেজন্য তাদের মন খুবই খারাপ, নির্বাচন না হলেই ভালো ছিল। তারা এই এক বছরে স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে। তারা চেয়েছিল, এইভাবেই দিন কাটিয়ে দেবে।’

সমাবেশে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত