Ajker Patrika

জামায়াতের জোট ছাড়ার বিষয়ে কিছু বললেন না ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতের জোট ছাড়ার বিষয়ে কিছু বললেন না ফখরুল

জামায়াতে ইসলামীর ২০ দলীয় জোট ছাড়ার বিষয়ে কথা বলতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টা এড়িয়ে গিয়ে বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো উত্তর দেব না।’

সম্প্রতি এক ভিডিওতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামী নেই বলে জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। দুই দলের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখন পর্যন্ত।

এই বিষয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু এ ব্যাপারে আমি উত্তর দেব না।’

তাঁকে (মির্জা ফখরুল) বলা হয়-জানতে চাওয়াটা গণতান্ত্রিক অধিকার। এর জবাবে তিনি বলেন, ‘জিজ্ঞাসা করাটা আপনাদের যেমন গণতান্ত্রিক অধিকার, ঠিক তেমনি উত্তর না দেওয়াটাও আমার গণতান্ত্রিক অধিকার। আপনারা গণতান্ত্রিকভাবে যা খুশি বলতে পারেন, লিখে দেন নো প্রবলেম।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত