নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার রাতে বা আগামীকাল দেশে ফিরছেন। গত ১ ডিসেম্বর তিনি লন্ডনে, পরে যুক্তরাষ্ট্র যান বলে দলীয় সূত্রে জানা গেছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের নয় দিন আগে আমীর খসরুর বিদেশ যাওয়া ও সমাবেশের আগে ফিরে আসা নিয়ে জল্পনা-কল্পনা চলছে রাজনৈতিক মহলে।
এ ব্যাপারে জানতে চাইলে নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর আজকের পত্রিকাকে বলেন, ‘খসরু ভাই বিদেশে গেছেন। কী কারণে গেছেন, সেটি জানি না।’
তবে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে, তারপর আমেরিকায় থাকা তাঁর পরিবারের কাছে যান তিনি। সেখান থেকে আজকে রাতে দেশে ফিরতে পারেন।’
বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমীর খসরুর। তিনি দলের সিদ্ধান্ত প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কেন্দ্র ছাড়াও চট্টগ্রামের প্রায় সবকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিষ্ক্রিয় হওয়ার পর থেকে আমীর খসরু একাই সামলাচ্ছেন।
সর্বশেষ গত ২৪ নভেম্বর চট্টগ্রামের হালিশহরে শ্রমিক দলের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন আমীর খসরু। এর আগে ১২ অক্টোবর পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিএনপির বড় বড় সব সমাবেশ ও আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দেন।
এমন একজন গুরুত্বপূর্ণ নেতা গতকাল বুধবার নয়াপল্টনে উপস্থিত ছিলেন না। ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ রয়েছে। এর আগেই বিদেশে যাওয়া নিয়ে বিরোধী দলের নেতা কর্মীরা প্রশ্ন তুলেছেন। অনেকে ফেসবুকে বিমানবন্দরে আমীর খসরুর ছবি দিয়ে ‘পালিয়ে যাচ্ছেন’ বলে স্ট্যাটাস দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার রাতে বা আগামীকাল দেশে ফিরছেন। গত ১ ডিসেম্বর তিনি লন্ডনে, পরে যুক্তরাষ্ট্র যান বলে দলীয় সূত্রে জানা গেছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের নয় দিন আগে আমীর খসরুর বিদেশ যাওয়া ও সমাবেশের আগে ফিরে আসা নিয়ে জল্পনা-কল্পনা চলছে রাজনৈতিক মহলে।
এ ব্যাপারে জানতে চাইলে নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর আজকের পত্রিকাকে বলেন, ‘খসরু ভাই বিদেশে গেছেন। কী কারণে গেছেন, সেটি জানি না।’
তবে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে, তারপর আমেরিকায় থাকা তাঁর পরিবারের কাছে যান তিনি। সেখান থেকে আজকে রাতে দেশে ফিরতে পারেন।’
বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমীর খসরুর। তিনি দলের সিদ্ধান্ত প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কেন্দ্র ছাড়াও চট্টগ্রামের প্রায় সবকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিষ্ক্রিয় হওয়ার পর থেকে আমীর খসরু একাই সামলাচ্ছেন।
সর্বশেষ গত ২৪ নভেম্বর চট্টগ্রামের হালিশহরে শ্রমিক দলের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন আমীর খসরু। এর আগে ১২ অক্টোবর পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিএনপির বড় বড় সব সমাবেশ ও আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দেন।
এমন একজন গুরুত্বপূর্ণ নেতা গতকাল বুধবার নয়াপল্টনে উপস্থিত ছিলেন না। ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ রয়েছে। এর আগেই বিদেশে যাওয়া নিয়ে বিরোধী দলের নেতা কর্মীরা প্রশ্ন তুলেছেন। অনেকে ফেসবুকে বিমানবন্দরে আমীর খসরুর ছবি দিয়ে ‘পালিয়ে যাচ্ছেন’ বলে স্ট্যাটাস দিয়েছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
৩ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
৩ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাব মানা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং মন্তব্য করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ‘প্রতিবেদনের কিছু বিষয় রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং। সেগুলোতে ঐকমত্য পৌঁছানো খুব দুরূহ ব্যাপার। সেগুলো বিরোধাত্মক অনেকটা রাজনৈতিক...
৫ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন তা নিয়ে প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ৩টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
৫ ঘণ্টা আগে