Ajker Patrika

ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা হবে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্টনে শ্রমিক সমাবেশে জামায়াতের আমির। ছবি: আজকের পত্রিকা।
রাজধানীর পল্টনে শ্রমিক সমাবেশে জামায়াতের আমির। ছবি: আজকের পত্রিকা।

জামায়াতে ইসলামি রাষ্ট্রক্ষমতায় গেলে নারীরা যোগ্যতা ও সম্মান নিয়ে কাজ করতে পারবে এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় কর্মক্ষেত্রে আরও বেশি নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

নারীদের নামাজের জন্য পৃথক ও পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়। তবে নারীদের জন্য তেমন সুযোগ-সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ-সুবিধা রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির আরও বলেন, ‘অনেক শ্রমিক এমন স্বল্প পারিশ্রমিকে কাজ করছেন, যা দিয়ে তাদের জীবন চালানোই কঠিন হয়ে পড়ে। ফলে তাঁরা বাধ্য হন ওভারটাইম করতে। এই অমানবিক পরিস্থিতির অবসান ঘটাতে হবে।’

শফিকুর রহমান বলেন, শ্রমিকেরা বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। তাঁদের সঠিক মূল্যায়ন হয় না এবং চাঁদাবাজদের শিকার হতে হয়। মালিক-শ্রমিক উভয় পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে দেশ গড়তে হবে।

শ্রমিক-মালিক সম্পর্ক নিয়ে জামায়াতের আমির বলেন, ‘অনেক সময় মালিকদের বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগ ওঠে। মালিক-শ্রমিক দ্বন্দ্ব আমরা চাই না। আমরা চাই মালিকপক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমাদের শিল্প বাঁচবে। তবে শ্রমিকদেরও বুঝতে হবে মালিক বা উদ্যোক্তারা বাঁচলেই আমরা বাঁচব। কারণ কর্মস্থল ধ্বংস হয়ে গেলে দাবি করার জায়গা থাকবে না। তাই এ ক্ষেত্রে উভয় পক্ষেরই দায় ও দায়িত্ব আছে।’

শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ছাড়া টেকসই ও শান্তির সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ইসলামি বিধান অনুযায়ী শ্রমিক-মালিক পরস্পরকে হাতে হাত রেখে সমাজ গড়ায় এগিয়ে আসতে হবে।

সমাবেশে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মে দিবসকে ‘শ্রমিক দিবস’ নামে পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইসলামি আইন চালু করে ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করতে চাই। ৫ আগস্টের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা না হলে ন্যায়বিচার সম্ভব নয়। ৫৪ বছরে মানবরচিত আইনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকেরা প্রমাণ করেছেন, তারা নতুন বাংলাদেশ গ্রহণ করেছেন। এক শ্রেণির শ্রমিক নেতা শ্রমিকদের মধ্যে পাশ্চাত্য মতভেদ ঢুকিয়ে দিয়েছে। তাদের মধ্যে নতুন ধারার সূচনা করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিকুর রহমানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এ এইচ এম হামিদুর রহমান আজাদ ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত