নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জার্মান রাষ্ট্রদূত আশিম ট্র্যোস্টারকে ভুলভাবে উদ্ধৃত করার অভিযোগ নাকচ করে দিয়েছে বিএনপি। রাষ্ট্রদূত ভুল বুঝে এমন অভিযোগ করেছেন বলে দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
আজ বুধবার রাষ্ট্রদূতের অভিযোগের প্রতিক্রিয়ায় আজকের পত্রিকাকে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তাঁকে (জার্মান রাষ্ট্রদূত) কোনো রকম ভুল উদ্ধৃতি করিনি। তাঁকে মিসকোট করার প্রশ্নই আসে না। তিনি ভুল বুঝেছেন। উনি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলো ঠিকমতো দেখেননি।’
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশিম ট্র্যোস্টার জানান, তাঁকে বিএনপির নেতারা ভুলভাবে উদ্ধৃত করেছেন যাতে করে তিনি অসন্তুষ্ট হয়েছেন। তিনি বলেন, ‘আমি একজন পেশাদার। আমি মোটেই হতাশ নই। আমি পড়েছি (খবরের কাগজে), বিএনপি আমাকে উদ্ধৃতি দিয়ে বলেছে যে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটি সত্য নয়। কথাটি এভাবে সত্য নয়। কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নয়, আমি সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’
আশিম ট্র্যোস্টার বলেন, ‘আমাকে বিএনপি যেভাবে উদ্ধৃত করেছেন তাতে আমি অসন্তুষ্ট। আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেছি, মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছি। তবে বৈঠকটি রুদ্ধদ্বার ছিল। কোনো দেশই বিদেশি দূতদের দ্বারা সমালোচিত হতে চায় না। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করি, এখানকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য নই। অন্তত জনসমক্ষে তো নয়ই।’
উল্লেখ্য, গত ১৭ মার্চ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আশিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ।
ওই বৈঠকের উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সেদিন বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন। তবে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জেনেছি উনি ভুল কোনো কিছু উদ্ধৃত করেননি। আলোচনা যেগুলো হয়েছে, সেই কথাগুলোই উনি বলেছেন।’
জার্মান রাষ্ট্রদূত আশিম ট্র্যোস্টারকে ভুলভাবে উদ্ধৃত করার অভিযোগ নাকচ করে দিয়েছে বিএনপি। রাষ্ট্রদূত ভুল বুঝে এমন অভিযোগ করেছেন বলে দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
আজ বুধবার রাষ্ট্রদূতের অভিযোগের প্রতিক্রিয়ায় আজকের পত্রিকাকে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তাঁকে (জার্মান রাষ্ট্রদূত) কোনো রকম ভুল উদ্ধৃতি করিনি। তাঁকে মিসকোট করার প্রশ্নই আসে না। তিনি ভুল বুঝেছেন। উনি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলো ঠিকমতো দেখেননি।’
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশিম ট্র্যোস্টার জানান, তাঁকে বিএনপির নেতারা ভুলভাবে উদ্ধৃত করেছেন যাতে করে তিনি অসন্তুষ্ট হয়েছেন। তিনি বলেন, ‘আমি একজন পেশাদার। আমি মোটেই হতাশ নই। আমি পড়েছি (খবরের কাগজে), বিএনপি আমাকে উদ্ধৃতি দিয়ে বলেছে যে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটি সত্য নয়। কথাটি এভাবে সত্য নয়। কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নয়, আমি সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’
আশিম ট্র্যোস্টার বলেন, ‘আমাকে বিএনপি যেভাবে উদ্ধৃত করেছেন তাতে আমি অসন্তুষ্ট। আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেছি, মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছি। তবে বৈঠকটি রুদ্ধদ্বার ছিল। কোনো দেশই বিদেশি দূতদের দ্বারা সমালোচিত হতে চায় না। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করি, এখানকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য নই। অন্তত জনসমক্ষে তো নয়ই।’
উল্লেখ্য, গত ১৭ মার্চ গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আশিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ।
ওই বৈঠকের উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সেদিন বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন। তবে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জেনেছি উনি ভুল কোনো কিছু উদ্ধৃত করেননি। আলোচনা যেগুলো হয়েছে, সেই কথাগুলোই উনি বলেছেন।’
মির্জা আব্বাস বলেন, দেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে, গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো তালেবানি নির্বাচন চলবে না, জনগণ তা মেনে নেবে না। বিএনপির বিরুদ্ধে মানুষকে ভুল-বোঝানোর চেষ্টা করে লাভ নেই।
৪২ মিনিট আগেজামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে হবে। অন্যথায়, আবারও ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আমাদের আশঙ্কা হলো, যদি এসব সংস্কার এখন থেকেই বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয় এবং ভবিষ্যতে অন্য কোনো সরকারের ওপর তা ন্যস্ত করা হয়, তাহলে নানা ধরনের
১৯ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সরকার যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গড়িমসি করে, তাহলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’ (কিছু একটা সমস্যা আছে)। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপনী..
১৯ ঘণ্টা আগে