Ajker Patrika

সরকার জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গড়িমসি করলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’: তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সরকার যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গড়িমসি করে, তাহলে বুঝতে হবে ‘কুচ কালা হ্যায়’ (কিছু একটা সমস্যা আছে)। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপনী শেষে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, ‘জুলাই সনদকে যদি আইনগত ভিত্তি দেওয়া না হয় এবং এখন থেকে এটা বাস্তবায়নের প্রভাব যদি মাঠে না থাকে, তাহলে আমরা যত জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি এটার কোনো প্রতিফলন হবে না। এটাই আমাদের মূল বিষয়।’

তিনি এই প্রস্তাবগুলোর আইনগত ভিত্তি দেওয়ার জন্য কয়েকটি বিকল্প পদ্ধতির কথা উল্লেখ করেন। যেমন, গণভোট, অধ্যাদেশ জারি অথবা গেজেটের মাধ্যমে আইনি মর্যাদা দেওয়া। তিনি বলেন, ‘আমাদের মূল কথা হচ্ছে এটাকে আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐকমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে।’

তাহের মনে করেন, সরকার এখানে আইনি ভিত্তি দেওয়ার জন্য আন্তরিকতার পরিচয় দেবে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে কোনো গড়িমসি হয়, তাহলে বোঝা যাবে এর ভেতরে ‘কুচ কালা হ্যায়’। এর পেছনে কিছু কালো দাগ আছে এবং এর পেছনে ষড়যন্ত্র আছে।

তিনি আরও বলেন, ‘সংস্কারকে বিলম্ব করা, সংস্কারকে আইনি ভিত্তি দেওয়া বা না দেওয়া নিয়ে এড়িয়ে যাওয়ার যে প্রবণতা, এটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ষড়যন্ত্র কিনা, এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। সংস্কারের বিষয়ে যারা যত দেরি করবে, তারাই মূলত নির্বাচনকে অনিশ্চিত করার জন্য দায়ী থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত