Ajker Patrika

জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত
ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আমাদের আশঙ্কা হলো, যদি এসব সংস্কার এখন থেকেই বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয় এবং ভবিষ্যতে অন্য কোনো সরকারের ওপর তা ন্যস্ত করা হয়, তাহলে নানা ধরনের অনিশ্চয়তা ও সংকট তৈরি হতে পারে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের সমাপনী শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছি। বেশ কিছু বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রেখেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি।’

তিনি জানান, কমিশন যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, তাতে উল্লেখ আছে যে, নতুন সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।

দুই বছরের মধ্যে জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে খসড়ার অঙ্গীকারনামার বিষয়ে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি এবং নাগরিকদের দীর্ঘ আলোচনার পর তৈরি হওয়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আখতার হোসেন বলেন, ‘আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার থেকেই জুলাই সনদের বাস্তবায়ন শুরু হোক এবং এর জন্য সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরি করা হোক।’ তিনি আরও জানান, কমিশন আশ্বস্ত করেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বাস্তবায়নের পথ খোঁজা হবে, তবে বিষয়টিতে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত