Ajker Patrika

ফখরুল সাহেবের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২২, ১৮: ৩৮
ফখরুল সাহেবের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ বঙ্গোপসাগরে পড়বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেবের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, নিয়মিত সম্মেলন করতে পারে না এ রকম ব্যর্থ নেতার পদত্যাগ করা উচিত এবং এঁদের বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া উচিত।’ 

আজ বুধবার দুপুরে বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শ্রীলঙ্কার ব্যাপারটি নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছে উল্লেখ করে কাদের বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। বিএনপি অতীতেও নিজেদের ব্যর্থতা ঢাকতে অনেক কিছুর আশ্রয় নিয়েছে। কখনো আন্দোলন করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। কখনো হেফাজতে ভর করেছে, কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও স্বপ্ন দেখেছিল। এ রকম সামর্থ্যহীন মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাজনৈতিক দলের সাময়িক আত্মতুষ্টিতে ভোগা ছাড়া আর কিছুই করার নেই। ফখরুল সাহেব কি জানেন এই মুহূর্তে শ্রীলঙ্কার রিজার্ভ ৫০ মিলিয়নের নিচে। আর বাংলাদেশের রিজার্ভ ৪৪ শতাংশ।’ 

সয়াবিন তেলের প্রসঙ্গে কাদের বলেন, ‘সয়াবিন তেলের বাজার স্থিতিশীল রাখতে বাজার ব্যবস্থাপনার পাশাপাশি যাঁরা মজুতদার তাঁদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে সরকার। গুটি কয়েক অবৈধ ব্যবসায়ী ও মজুতদারের কারণে বাজার অস্থিতিশীল হতে দিতে পারে না সরকার।’ 

কাদের আরও বলেন, ‘গত নির্বাচনের আগেও বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জোর দাবি তুলেছিল। শেষ পর্যন্ত কিন্তু ঠিকই তারা নির্বাচনে এসেছে। পানি ঘোলা করে পানি খেয়েছে নির্বাচনেও অংশ নিয়েছে এবং সংসদে এসেছে।’ 

ইভিএম সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন-সম্পর্কিত সকল বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আওয়ামী লীগ জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে না। তবে নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপে পরিষ্কার করে আমরা জানিয়ে দিয়েছি ৩০০ আসনেই ইভিএম চাই আমরা। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের বিষয়।’ 

আওয়ামী লীগ কেন ইভিএমে নির্বাচন চায় জানতে চাইলে কাদের বলেন, ‘নির্বাচনটি যাতে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয় সে জন্যই আমরা ইভিএমে চাচ্ছি। ইভিএম পরীক্ষিত একটি আধুনিক ব্যবস্থা। এখানে কারচুপির কোনো সুযোগ নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত