Ajker Patrika

সরকারের দিন শেষের ঘণ্টা বেজে গেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের দিন শেষের ঘণ্টা বেজে গেছে: রিজভী

সরকারের দিন শেষের ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনাদের দিন শেষের ঘণ্টা বেজে গেছে। সেই ঘণ্টার ধ্বনি আপনারা শুনতে না পেলেও এ দেশের জনগণ ঠিকই বাজিয়ে আসছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নজরুল জয়ন্তী উপলক্ষে জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘বিরোধী দলের রক্ত শোষণ করে, রক্তপাত ঘটিয়ে সাধের সিংহাসনে আর টিকে থাকতে পারবেন না।’ 

রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি কথা বলেছেন। বিএনপি মহাসচিব বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করছেন। এর মধ্যে তিনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন। আমার মনে হলো আপনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন, সমালোচনা করেছেন, এরপর কী করবেন? আপনি কি সশস্ত্র ছাত্রলীগ পাঠাবেন?’ 

ছাত্রলীগ-যুবলীগকে গুন্ডা উল্লেখ করে রিজভী বলেন, ‘আজও আসার সময় দেখলাম বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের এক অকৃত্রিম অভয় বাণী শুনিয়েছেন কাজী নজরুল ইসলাম।’ 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘যারা অত্যাচারী, নিপীড়ন চালায়, কথা বলতে দেয় না, সভা-সমাবেশ করতে দেয় না, রক্তপাত ঘটায়, তাদের রাজত্ব এই দেশে বেশি দিন হবে না। আপনাদের সেই পতন হতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত