নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেছেন, ‘ভবিষ্যতে আমার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টি মরহুম এরশাদের দেখানো পথেই হাঁটবে। আপনাদের সকলকে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী মরহুম এরশাদের মূলধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামি মহাজোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিদিশা বলেন, ‘মরহুম এরশাদের নীতি-আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই। যেখানে সকলে ভেদাভেদ ও ব্যক্তিস্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে।’
বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের আরোগ্য কামনা করে বিদিশা সিদ্দিক বলেন, ‘মরহুম রাষ্ট্রপতি এরশাদ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি তাঁর নীতি ও আদর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই দল আমার নেতৃত্বে সামনের দিনগুলোতে পুনর্গঠিত হয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিদিশা বলেন, ‘যাঁদের আত্মত্যাগে এ দেশ, তাঁদের ছেলেদের চাকরির সুব্যবস্থা যেন করা হয়। মুক্তিযোদ্ধাদের ভাতা যেন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। আপনার বাবা বীরাঙ্গনাদের দায়িত্ব নিয়েছিলেন। আপনি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা সন্তানদের দায়িত্ব নিন।’
মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদসহ মহাজোটের নেতারা।
জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেছেন, ‘ভবিষ্যতে আমার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টি মরহুম এরশাদের দেখানো পথেই হাঁটবে। আপনাদের সকলকে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী মরহুম এরশাদের মূলধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামি মহাজোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিদিশা বলেন, ‘মরহুম এরশাদের নীতি-আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই। যেখানে সকলে ভেদাভেদ ও ব্যক্তিস্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে।’
বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের আরোগ্য কামনা করে বিদিশা সিদ্দিক বলেন, ‘মরহুম রাষ্ট্রপতি এরশাদ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি তাঁর নীতি ও আদর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই দল আমার নেতৃত্বে সামনের দিনগুলোতে পুনর্গঠিত হয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করব।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিদিশা বলেন, ‘যাঁদের আত্মত্যাগে এ দেশ, তাঁদের ছেলেদের চাকরির সুব্যবস্থা যেন করা হয়। মুক্তিযোদ্ধাদের ভাতা যেন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। আপনার বাবা বীরাঙ্গনাদের দায়িত্ব নিয়েছিলেন। আপনি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা সন্তানদের দায়িত্ব নিন।’
মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদসহ মহাজোটের নেতারা।
শফিকুর রহমান বলেন, ‘দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়, চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয়, দখলদারি আমাদের সংস্কৃতি নয়। যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে, সেই দলের হাতে দেশ এলে ইনশা আল্লাহ দেশ গড়ে তুলতে পারবে। যে দল তার কর্মীদের সামাল দিতে পারছে না বা পারবে না, সে দলের হাতে বাংলাদেশের একজন মানুষও নিরাপদ
১২ ঘণ্টা আগেনাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই লড়াই এখনো শেষ হয়নি। কারণ, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের
১৩ ঘণ্টা আগে‘আমরা খবর পাচ্ছি, যাঁরা এনসিপিতে যোগ দিতে চান, তাঁদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। ওপরে আল্লাহ, নিচে মাটি, জালিমের শাসনের কবর হয়েছে। এনসিপির কোনো নেতা-কর্মীর দিকে চোখ তুলে তাকাবেন না। আমরা গণতন্ত্র উত্তরণের জন্য একটি রাজনৈতিক দল। আরেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করব। কিন্তু পরশ্রীকাতরতা ও হিংসার রাজনীত
১৪ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সব সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানকার সাহসী সন্তানেরা বারবার রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে