ফরিদপুর প্রতিনিধি
‘বিভিন্ন শ্রেণি-পেশার সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে পর্যায়ক্রম আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজ শুরু করতে পারব।’
আজ শনিবার ফরিদপুর বিভাগীয় বিএনপির দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদের অডিটরিয়াম হলরুমে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণ বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা অংশ নেন। বিকেলে অংশগ্রহণকারীদের ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। পরে সবার উদ্দেশে বক্তব্য দেন তিনি।
তারেক রহমান বলেন, ‘পলায়ন করা স্বৈরাচার সরকারের আমলে কোনো ক্ষেত্রেই জবাবদিহি ছিল না। দেশে যদি জবাবদিহি থাকত, তাহলে ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতো না।’
সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘আমরা দেশে একটা জবাবদিহির পরিবেশ সৃষ্টি করতে চাই। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য-উদ্দেশ্য জবাবদিহি। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা জবাবদিহি করবেন? না। প্রতিটি পর্যায়ে জবাবদিহি করতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেমন জবাবদিহি করবেন, একজন প্রধানমন্ত্রীও জবাবদিহি করবেন। সরকারি-বেসরকারি প্রতিটি পর্যায়ে জবাবদিহি থাকতে হবে।’
বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপির প্রতি জনগণের আস্থা আছে বলেই ঘরে বসে থাকলে সে আস্থা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। সুতরাং, প্রথম শর্ত হচ্ছে, জনগণকে আস্থায় রাখা এবং আস্থায় রাখতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে এবং চলতে হবে।’
এ বিষয়ে তিনি আরও বলেন, মনে রাখতে হবে, রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। এ পুঁজি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে।
দেশ সংস্কারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘গত দু-তিন মাসে দেখেছি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংস্কারের কথা বলছেন। তাঁরা যে সংস্কারের কথা বলছেন, তা আমাদের এই ৩১ দফার মধ্যেই রয়েছে।’
আয়োজনে সভাপতিত্ব করেন দলের সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী প্রমুখ।
‘বিভিন্ন শ্রেণি-পেশার সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমে পর্যায়ক্রম আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজ শুরু করতে পারব।’
আজ শনিবার ফরিদপুর বিভাগীয় বিএনপির দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদের অডিটরিয়াম হলরুমে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণ বিষয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা অংশ নেন। বিকেলে অংশগ্রহণকারীদের ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। পরে সবার উদ্দেশে বক্তব্য দেন তিনি।
তারেক রহমান বলেন, ‘পলায়ন করা স্বৈরাচার সরকারের আমলে কোনো ক্ষেত্রেই জবাবদিহি ছিল না। দেশে যদি জবাবদিহি থাকত, তাহলে ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতো না।’
সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘আমরা দেশে একটা জবাবদিহির পরিবেশ সৃষ্টি করতে চাই। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য-উদ্দেশ্য জবাবদিহি। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা জবাবদিহি করবেন? না। প্রতিটি পর্যায়ে জবাবদিহি করতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেমন জবাবদিহি করবেন, একজন প্রধানমন্ত্রীও জবাবদিহি করবেন। সরকারি-বেসরকারি প্রতিটি পর্যায়ে জবাবদিহি থাকতে হবে।’
বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপির প্রতি জনগণের আস্থা আছে বলেই ঘরে বসে থাকলে সে আস্থা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। সুতরাং, প্রথম শর্ত হচ্ছে, জনগণকে আস্থায় রাখা এবং আস্থায় রাখতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে উঠতে হবে এবং চলতে হবে।’
এ বিষয়ে তিনি আরও বলেন, মনে রাখতে হবে, রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। এ পুঁজি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে।
দেশ সংস্কারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘গত দু-তিন মাসে দেখেছি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংস্কারের কথা বলছেন। তাঁরা যে সংস্কারের কথা বলছেন, তা আমাদের এই ৩১ দফার মধ্যেই রয়েছে।’
আয়োজনে সভাপতিত্ব করেন দলের সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী প্রমুখ।
শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
৭ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
১০ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
১৩ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
১৩ ঘণ্টা আগে