Ajker Patrika

আগামীকাল মঙ্গলবার গাজীপুরে এনসিপির জুলাই পদযাত্রা

গাজীপুর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে আগামীকাল মঙ্গলবার গাজীপুরে জুলাই পদযাত্রা হবে। বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে দলটি এই পদযাত্রা করবে।

আজ সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে মূল বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান।

নাসের জানান, পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্যরা অংশ নেবেন। তাঁরা গাজীপুরের কালিয়াকৈর হয়ে শ্রীপুরের মাওনা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে জয়দেবপুর রাজবাড়ী মাঠে সমাবেশে মিলিত হবেন। গাজীপুর জেলা ও মহানগর এনসিপির আয়োজনে বিকেল ৪টায় সমাবেশে ভাষণ দেবেন নেতারা। সেখানে লাখো লোকের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পদযাত্রা ও সমাবেশ ঘিরে নানা ধরনের উসকানি ও নাশকতার হুমকি প্রসঙ্গে নাসের বলেন, ‘আওয়ামী লীগ এখন ডেড ইস্যু এবং ডাইনোসরের রূপ নিয়েছে। তাদের পক্ষ থেকে কোনো বড় ধরনের থ্রেট নেই।’ তিনি জানান, পুলিশ ও গোয়েন্দা সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, মো. মহসিন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত