Ajker Patrika

ড. ইউনূসের সঙ্গে বৈঠক

অসন্তুষ্ট বিএনপি, ডিসেম্বরেই নির্বাচন চায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০০: ২৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।	ছবি: পিআইডি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। ছবি: পিআইডি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে অসন্তুষ্ট বিএনপি চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন চায়। গতকাল বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা আবারও জানিয়েছে দলটি।

বৈঠকে বিএনপিকে বলা হয়েছে, নির্বাচন কোনোভাবেই আগামী বছরের জুনের পরে যাবে না। ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে, জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতে—বিএনপিকে এটি বোঝানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল বিএনপির বৈঠকটি হয়েছে দলটির আগ্রহে। বিভিন্ন বক্তব্যে দলটির মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় তৈরি হলে তা দূর করতে এবং এ বিষয়ে স্পষ্ট মনোভাব জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছিল বিএনপি। সে অনুযায়ী বিএনপিকে গতকাল দুপুরে সময় দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টার মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায়। দুপুর সোয়া ১২টার দিকে শুরু হয় বৈঠক। শেষ হয় বেলা ২টার দিকে। বৈঠক শেষে বেরিয়ে বিএনপির মহাসচিব যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট করে নির্বাচনের দিন-তারিখ আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা তাঁর (প্রধান উপদেষ্টা) বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি হবে, সেটা আরও খারাপের দিকে যাবে এবং সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।’

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সময় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলেছেন। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে নির্বাচন হবে না। কিন্তু জুন পর্যন্ত সময় নিয়েছেন। আমরা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছি।’ নির্বাচন বিলম্বিত হলে বিএনপি কী করবে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের মধ্যে আলোচনা করে এবং অন্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সূত্র বলেছে, বৈঠকে নির্বাচনী রোডম্যাপ, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারপ্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে ছিলেন।

সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিল। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বিএনপি প্রতিনিধিদলকে বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে তাঁর সব কার্যক্রম চলছে।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে গতকাল বৈঠকের পর মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আলোচনার প্রধান বিষয়টি ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বেশ কিছুকাল থেকে এটি বলছি। সে বিষয়ে তাঁর (প্রধান উপদেষ্টা) সঙ্গে কথা বলেছি। আমরা বলেছি, পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি, একটি দ্রুত ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সমস্যাগুলোর সমাধান করতে হবে। একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে...যে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন, সেগুলোতে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। কয়েক দিন আগে কমিশনের কাছে আমাদের মতামতগুলো দিয়েছি। আগামীকাল (আজ বৃহস্পতিবার) আমাদের সঙ্গে বৈঠক আছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলেছি, যে বিষয়গুলোতে সব দলের ঐকমত্য হবে, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার (সনদ) করতে রাজি আছি। তারপর আমরা নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি যেসব সংস্কারে ঐকমত্য হবে, আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে আসবে, তারা সেগুলোকে বাস্তবায়নে ব্যবস্থা নেবে। এটাই ছিল আমাদের (বিএনপির) মূল কথা।’

এদিকে গুলশানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিবের অসন্তুষ্টির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, তাঁরা সেটাই রিপিট করেছেন। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। কারণ, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে, সেসব বিষয়ে সংস্কার করা হবে। এ ছাড়া জুলাই অভ্যুত্থানের যে সনদ, তাতে সই করা কোনো সময়ের ব্যাপার নয়। সুতরাং, নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ নেই।

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা বিএনপিকে ক্যাটাগরিক্যালি বলেছি, নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না। যে যা-ই বলুক না কেন, এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার।’

বিএনপির সঙ্গে বৈঠকে কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানে ইচ্ছা করে দেরি করে বা জুনে নির্বাচন করা হবে, সেটা নয়। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করার চেষ্টা থাকবে। ডিসেম্বরে সম্ভব হলে ডিসেম্বরে, জানুয়ারিতে সম্ভব হলে জানুয়ারিতেই নির্বাচন হবে বলে বিএনপিকে বৈঠকে বোঝানো হয়েছে।

বিএনপি সংস্কারের ব্যাপারে আন্তরিক বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে দলটি অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে তারা ঐকমত্য পোষণ করে।

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে বিএনপির ভিন্নমত আছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপি বলেছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করলে ভালো হয়। তাঁরা বলেছেন, তাঁদের (উপদেষ্টা) কারও কারও কথার মধ্যে যদি অস্পষ্টতা থাকে, কোনো কোনো উপদেষ্টা যদি অন্য রকম কথা বলেন, যে যেটাই বলুন না কেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যেটা বারবার বলেছেন, সেটাই সরকারের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাঁস কথা বা নিজস্ব বিবেচনায় কথা বলেন, সেটাতে তারা (বিএনপি) যেন বিভ্রান্ত না হয়।

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করবে বিএনপি। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের কার্যালয়ে এই বৈঠক হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত