নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুধু এই সরকার নয় বর্তমান নির্বাচন কমিশনের প্রতিও আস্থা নেই বিএনপির। সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনেরও বদল চায় দলটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মহাখালী ডিওএইচএসে কর্নেল (অব.) অলি আহমেদের বাসভবনে এলডিপির একাংশের সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা সবাই একমত এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি, এখনো করছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সরকারের পদত্যাগ, পদত্যাগের পরে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সংসদ বিলুপ্তসহ কয়েকটা বিষয়ে আমরা একমত হয়েছি। একই সঙ্গে সরকার পতনের পরে নতুন নির্বাচন কমিশন গঠনের কথাও বলেছি। কারণ আমরা বিশ্বাস করি, এই নির্বাচন কমিশনকে দিয়ে কখনই কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’
সংলাপে ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। অন্যদিকে কর্নেল অলির নেতৃত্বে এলডিপির একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
সংলাপ শেষে কর্নেল (অব.) অলি বলেন, ‘বর্তমান যে সরকার আছে, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশের জনগণ অস্বস্তিকর পরিবেশে বসবাস করছে। একটা মগের মুল্লুকে বাস করছি আমরা। এ রকম অবস্থা জনগণের জন্য কাম্য নয়। আমরা চাই এই অবস্থার অবসান হোক। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।’
এর আগে গত ২৪ মে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে বিএনপি। এরপর গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, লেবার পার্টি, ন্যাপ ভাসানী, জাতীয় পার্টি (কাজী জাফর), মুসলিম লীগ ও কল্যাণ পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। এরই ধারাবাহিকতায় কর্নেল অলির এলডিপির সঙ্গে সংলাপ করল দলটি।
শুধু এই সরকার নয় বর্তমান নির্বাচন কমিশনের প্রতিও আস্থা নেই বিএনপির। সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনেরও বদল চায় দলটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মহাখালী ডিওএইচএসে কর্নেল (অব.) অলি আহমেদের বাসভবনে এলডিপির একাংশের সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় আমরা সবাই একমত এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি, এখনো করছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সরকারের পদত্যাগ, পদত্যাগের পরে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সংসদ বিলুপ্তসহ কয়েকটা বিষয়ে আমরা একমত হয়েছি। একই সঙ্গে সরকার পতনের পরে নতুন নির্বাচন কমিশন গঠনের কথাও বলেছি। কারণ আমরা বিশ্বাস করি, এই নির্বাচন কমিশনকে দিয়ে কখনই কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’
সংলাপে ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। অন্যদিকে কর্নেল অলির নেতৃত্বে এলডিপির একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
সংলাপ শেষে কর্নেল (অব.) অলি বলেন, ‘বর্তমান যে সরকার আছে, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশের জনগণ অস্বস্তিকর পরিবেশে বসবাস করছে। একটা মগের মুল্লুকে বাস করছি আমরা। এ রকম অবস্থা জনগণের জন্য কাম্য নয়। আমরা চাই এই অবস্থার অবসান হোক। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।’
এর আগে গত ২৪ মে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে বিএনপি। এরপর গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, লেবার পার্টি, ন্যাপ ভাসানী, জাতীয় পার্টি (কাজী জাফর), মুসলিম লীগ ও কল্যাণ পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি। এরই ধারাবাহিকতায় কর্নেল অলির এলডিপির সঙ্গে সংলাপ করল দলটি।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য। তবে কোনো অপরিপক্ব বা প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশিশক্তি ও কালোটাকামুক্ত। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও ব্যর্থ হবে। প্রবাসীদের ভোটাধিকার
১১ ঘণ্টা আগেগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী ৫ আগস্ট বা এর পরবর্তী দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে বলে জনগণ আশা করে। তিনি মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ
১১ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগেবজলুর রশীদ ফিরোজ বলেন, ‘সরকার যখন খুব বিপদে পড়ে, আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা এবং মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে। তারা দেখাতে চায় যে, এরা সবাই আমার সঙ্গে আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই...
১২ ঘণ্টা আগে