অনলাইন ডেস্ক
দেশকে গণতন্ত্রের পথে নিতে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘২০২৫ সালে এসে নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়।’
আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।
ছাত্র-জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষার কথা তুলে ধরে মঈন খান বলেন, ‘আজকে জনগণ দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনারও দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব সরকার কতটা সঠিকভাবে পালন করছে, কী করছে না, এটা কিন্তু মানুষ পর্যবেক্ষণ করছে। আজকে যাকে ভালোবাসে, তাঁরা যখন ক্ষমতায় যায়, তখন এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহির জন্য আবার ফুঁসে ওঠে। এটা স্মরণে রাখতে হবে।’
ভাষা আন্দোলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। আমি বিশ্বাস করি, ভাষা আন্দোলন থেকে শুরু করে ’২৪-এর ছাত্র-জনতার আন্দোলন একই সূত্রে গাথা। সে সূত্রটি কী? প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আমরা যে পর্যায়ে এসেছি, আসুন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।’
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন আহমদ টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
দেশকে গণতন্ত্রের পথে নিতে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘২০২৫ সালে এসে নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়।’
আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।
ছাত্র-জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষার কথা তুলে ধরে মঈন খান বলেন, ‘আজকে জনগণ দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনারও দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব সরকার কতটা সঠিকভাবে পালন করছে, কী করছে না, এটা কিন্তু মানুষ পর্যবেক্ষণ করছে। আজকে যাকে ভালোবাসে, তাঁরা যখন ক্ষমতায় যায়, তখন এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহির জন্য আবার ফুঁসে ওঠে। এটা স্মরণে রাখতে হবে।’
ভাষা আন্দোলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। আমি বিশ্বাস করি, ভাষা আন্দোলন থেকে শুরু করে ’২৪-এর ছাত্র-জনতার আন্দোলন একই সূত্রে গাথা। সে সূত্রটি কী? প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আমরা যে পর্যায়ে এসেছি, আসুন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।’
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন আহমদ টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক ডা. জিহাদ খানের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক।
৪ ঘণ্টা আগেনির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করছে বিএনপি। দলটি সরকারকে সে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছে এবং এ ক্ষেত্রে তাঁরা কোনো অজুহাত
৫ ঘণ্টা আগেসনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে যাতে আর কেউ নিজেদের হীনস্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে
৫ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থান নতুন স্বপ্নের জন্ম দিয়েছে। তরুণেরা জানান দিয়েছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়। এ জন্য দরকার সুসংগঠিত রাজনীতির। জাতীয় নাগরিক কমিটি গঠনের মধ্য দিয়ে এত দিন সে প্রস্তুতিই চলছিল। অবশেষে গতকাল শুক্রবার আত্মপ্রকাশ করল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল জাতীয় নাগরিক
৫ ঘণ্টা আগে