Ajker Patrika

গণতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের কাজ মানুষ পর্যবেক্ষণ করছে: মঈন খান

অনলাইন ডেস্ক
বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি
বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি

দেশকে গণতন্ত্রের পথে নিতে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষ অবিলম্বে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘২০২৫ সালে এসে নতুন প্রজন্মের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার প্রতিফলন কিন্তু বাংলাদেশের মানুষ অবিলম্বে দেখতে চায়।’

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি এ সভার আয়োজন করে।

ছাত্র-জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষার কথা তুলে ধরে মঈন খান বলেন, ‘আজকে জনগণ দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনারও দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব সরকার কতটা সঠিকভাবে পালন করছে, কী করছে না, এটা কিন্তু মানুষ পর্যবেক্ষণ করছে। আজকে যাকে ভালোবাসে, তাঁরা যখন ক্ষমতায় যায়, তখন এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহির জন্য আবার ফুঁসে ওঠে। এটা স্মরণে রাখতে হবে।’

ভাষা আন্দোলনসহ স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছে। আমি বিশ্বাস করি, ভাষা আন্দোলন থেকে শুরু করে ’২৪-এর ছাত্র-জনতার আন্দোলন একই সূত্রে গাথা। সে সূত্রটি কী? প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদের কথা বলতে না দেওয়ার প্রতিবাদ, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। আজকে আমরা যে পর্যায়ে এসেছি, আসুন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি।’

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন আহমদ টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত