নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা আড়াল করতেই সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, চট্টগ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জাতি যখন শোকে কাতর, সেই সময় গ্যাসের দাম বাড়িয়ে দেশের মানুষকে আরও শোকাচ্ছন্ন করা হয়েছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে রিজভী বলেন, ‘একটা পাশবিক, সন্ত্রাসী মাফিয়া সরকার ক্ষমতায় না থাকলে এমন ঘটনা ঘটত না। মানুষ ঝলসে যাচ্ছে, মানুষ পুড়ছে, সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে।’
প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কত বিবেকহীন! এত বড় ট্র্যাজেডি এত বিয়োগান্ত ঘটনা, এই হৃদয়বিদারক ঘটনা, আপনি সেটা আড়াল করার জন্য জাতিকে উপহার দিলেন গ্যাসের মূল্যবৃদ্ধি করে। এই গ্যাস উৎপাদন পর্যায়ে দাম বাড়ার কারণে এখন বিদ্যুতের দাম বাড়বে, কৃষি উপকরণের দাম বাড়বে, শিল্প উৎপাদনে খরচ বাড়বে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়বে, সেটা দুর্বিষহ হয়ে উঠবে।’
মহিলা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের আরও ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের সকল ব্যারিকেড (বাধা) ভাঙতে হবে।’
এর আগে বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
রাজনীতি সম্পর্কিত পড়ুন:
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা আড়াল করতেই সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, চট্টগ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জাতি যখন শোকে কাতর, সেই সময় গ্যাসের দাম বাড়িয়ে দেশের মানুষকে আরও শোকাচ্ছন্ন করা হয়েছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে রিজভী বলেন, ‘একটা পাশবিক, সন্ত্রাসী মাফিয়া সরকার ক্ষমতায় না থাকলে এমন ঘটনা ঘটত না। মানুষ ঝলসে যাচ্ছে, মানুষ পুড়ছে, সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে।’
প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কত বিবেকহীন! এত বড় ট্র্যাজেডি এত বিয়োগান্ত ঘটনা, এই হৃদয়বিদারক ঘটনা, আপনি সেটা আড়াল করার জন্য জাতিকে উপহার দিলেন গ্যাসের মূল্যবৃদ্ধি করে। এই গ্যাস উৎপাদন পর্যায়ে দাম বাড়ার কারণে এখন বিদ্যুতের দাম বাড়বে, কৃষি উপকরণের দাম বাড়বে, শিল্প উৎপাদনে খরচ বাড়বে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়বে, সেটা দুর্বিষহ হয়ে উঠবে।’
মহিলা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের আরও ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের সকল ব্যারিকেড (বাধা) ভাঙতে হবে।’
এর আগে বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
রাজনীতি সম্পর্কিত পড়ুন:
শক্তি যার, ক্ষমতা ও মালিকানা যার হাতে, তার হাতেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থ
৩৩ মিনিট আগেজাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যানসহ ১০ জনের প্রাথমিক পদসহ সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিবির নেতা সাদিক কায়েমের বক্তব্যকে খণ্ডন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগেসেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারকে কীভাবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তা ঠিক করার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার ঢাকার একটি হোটেলে ‘ডেমোক্রেসি ডায়াস’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত এক সেমিনারে তিনি এই পরামর্শ দেন।
১৮ ঘণ্টা আগে