নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি সারা দেশে সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। এদিন কেন্দ্রসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও পৌর সদরে এই কর্মসূচি পালিত হবে। আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ২টা ১০ মিনিটে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি শেষ হয়। মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘আজকে আসুন, আমরা জেগে উঠি। নতুন বাংলাদেশ গড়তে সবাই জেগে উঠি, ধ্বংস করি স্বৈরাচারের তখতে তাউস। সুসংবাদ হচ্ছে এটাই যে, আজকে দেশের সুশীল সমাজ এগিয়ে এসেছে। জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে। এখন আমাদের আরও বেশি করে জেগে উঠতে হবে।’
চলমান আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন জানিয়ে ফখরুল বলেন, ‘এই সরকার জনবিচ্ছিন্ন হয়েছে। এ জন্য তাদের পুলিশ ও আমলার ওপর নির্ভর করতে হয়। নির্যাতনকারী সরকার হিসেবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আছে। দেশের মানুষ মুক্তি চায়। আন্দোলন শুরু হয়েছে, যখন থেকে সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ, গণতন্ত্রকামী দল ও জোট আজ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।’
সভাপতির ভাষণে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘১০ দফা দাবি আদায় করতে আমাদের সামনে একটি চ্যালেঞ্জ—এই সরকারকে বিদায় করতে হবে। আগামী দিনে গণ-আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।’
সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমরা কাউকে ধাক্কা দিয়ে টোকা দিয়ে সরাতে চাই না। সঠিক, সাচ্চা নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে চাই। আমরা কোনো রকম বিশৃঙ্খলতায় বিশ্বাস করি না। তবে উসকানি দেবেন না, সাবধান হয়ে যান। উসকানি দিলে ফল ভালো হবে না।’
পূর্বঘোষণা অনুযায়ী বিএনপির পাশাপাশি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় পর্যায়ে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে দলটির সমমনা জোট এবং দলগুলোও। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি পালিত হলো।
১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি সারা দেশে সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। এদিন কেন্দ্রসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও পৌর সদরে এই কর্মসূচি পালিত হবে। আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ২টা ১০ মিনিটে বিএনপির গণ-অবস্থান কর্মসূচি শেষ হয়। মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘আজকে আসুন, আমরা জেগে উঠি। নতুন বাংলাদেশ গড়তে সবাই জেগে উঠি, ধ্বংস করি স্বৈরাচারের তখতে তাউস। সুসংবাদ হচ্ছে এটাই যে, আজকে দেশের সুশীল সমাজ এগিয়ে এসেছে। জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে। এখন আমাদের আরও বেশি করে জেগে উঠতে হবে।’
চলমান আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন জানিয়ে ফখরুল বলেন, ‘এই সরকার জনবিচ্ছিন্ন হয়েছে। এ জন্য তাদের পুলিশ ও আমলার ওপর নির্ভর করতে হয়। নির্যাতনকারী সরকার হিসেবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আছে। দেশের মানুষ মুক্তি চায়। আন্দোলন শুরু হয়েছে, যখন থেকে সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ, গণতন্ত্রকামী দল ও জোট আজ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে।’
সভাপতির ভাষণে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘১০ দফা দাবি আদায় করতে আমাদের সামনে একটি চ্যালেঞ্জ—এই সরকারকে বিদায় করতে হবে। আগামী দিনে গণ-আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।’
সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমরা কাউকে ধাক্কা দিয়ে টোকা দিয়ে সরাতে চাই না। সঠিক, সাচ্চা নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে চাই। আমরা কোনো রকম বিশৃঙ্খলতায় বিশ্বাস করি না। তবে উসকানি দেবেন না, সাবধান হয়ে যান। উসকানি দিলে ফল ভালো হবে না।’
পূর্বঘোষণা অনুযায়ী বিএনপির পাশাপাশি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় পর্যায়ে গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে দলটির সমমনা জোট এবং দলগুলোও। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি পালিত হলো।
সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ রাখতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ। দলটির বক্তব্য, বহুত্ববাদ শব্দটি আল্লাহর একত্ববাদের বিপরীত শব্দ। তবে এ শব্দটি বাদ দিয়ে ‘বহুমত’ বা ‘বহুপথ’ রাখার প্রস্তাব দলটি করেছে। তারা বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবেরও বিরোধিতা
৩১ মিনিট আগেকয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১৬ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১৭ ঘণ্টা আগে