Ajker Patrika

নির্বাচনে না যাওয়ার ঘোষণা, ১২ দিনের সফরে চীনে যাচ্ছেন সিপিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২১: ৪৬
নির্বাচনে না যাওয়ার ঘোষণা, ১২ দিনের সফরে চীনে যাচ্ছেন সিপিবি সভাপতি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হিসাবনিকাশ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। তবে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনও চালিয়ে যাচ্ছে দলটি। এমন প্রেক্ষাপটে ১২ দিনের সফরে চীন যাচ্ছেন দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম। 

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে মোহাম্মদ শাহ আলম চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বলে জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য লুনা নূর।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, বেইজিংয়ে অনুষ্ঠেয় সমাজতন্ত্র ফোরামের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি চীন সফরে যাচ্ছেন। সেখানে ২৭ নভেম্বর থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হবেন তিনি। এ ছাড়া বেইজিংসহ কয়েকটি শহরে একাধিক সেমিনার ও আলোচনা সভায় বক্তব্য দেন। চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয় এবং শচো বিশ্ববিদ্যালয় আয়োজিত দুটি পৃথক সেমিনারে সমসাময়িক বিশ্ব রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত