Ajker Patrika

বিএনপি নির্বাচনে আসবে না সে কথা বলা যায় না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২০: ৫৯
বিএনপি নির্বাচনে আসবে না সে কথা বলা যায় না: ওবায়দুল কাদের

বিএনপির এখনো দ্বাদশ সংসদ নির্বাচনে আসার সুযোগ রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এখনো আসার সুযোগ রয়েছে। আমাদের কাছে খবর আছে, তাদের অনেকেই নির্বাচনে অংশ নেবে।’ 

আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আসবে না—সে কথাটা এককথায় উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপির এখনো আসার সুযোগ আছে। হয়তো বিএনপি দলীয়ভাবে, জোটগতভাবে না-ও আসতে পারে। বিএনপির ভেতর থেকে অনেকেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে খবর আছে। তারা প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচনে অংশ নেবে। শেষ মুহূর্তে ছবিটা কোন পর্যায়ে যায়, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।’

তিনি বলেন, ‘বিএনপিকে অপরাজনীতি পরিহার করার জন্য প্রধানমন্ত্রীর বারবার বলছেন। তারা আন্দোলনের নামে নাশকতা করছে। আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে, এখন তারা (বিএনপি) যে মোটিভ নিয়ে ঘুরছে সেটা হচ্ছে, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন দেশে অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। রাজনৈতিক আন্দোলনে তারা ব্যর্থ। চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করা যাবে না। ভন্ডুল করা যাবে না। নির্বাচন যথাসময়ে হবে।’ 

২৮ অক্টোবরের ঘটনা নিয়ে রাশিয়ার মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আমাদের দেশের নির্বাচনের ব্যাপারে বহিঃশক্তি যারা আছে, তাদের কোনো মন্তব্য, আমরা কোনো মন্তব্যকে স্বাগত জানাচ্ছি না। নির্বাচনটা করার দিকে আমাদের মনোযোগ। দেশগুলো একে অপরের বিরুদ্ধে কোনো মন্তব্য করবে, আমরা এর সঙ্গে শরিক হতে চাই না।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত