নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের পর গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির প্রথম বৈঠক দেড় ঘণ্টা চলার পর মুলতবি করা হয়েছে। পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্তে আসতে না পারার কারণেই বৈঠক মুলতবি করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া ছেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের তথ্য জানিয়েছেন।
বৈঠক সূত্র বলছে, নির্বাচন পরে চলমান আন্দোলন নিয়ে বৈঠকে বসে দুপক্ষ। সেখানে আন্দোলনে বিগত সময়ের ভুল ভ্রান্তিসহ নানা বিষয়ে আলোচনা শুরু হয়। দেড় ঘণ্টা আলোচনার পরও পরবর্তী করণীয় বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তাঁরা। এ অবস্থায় বৈঠকটি মুলতবি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি উভয় পক্ষই মনে করছে, চলমান আন্দোলনের ভুল ভ্রান্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আরও পর্যালোচনা দরকার। এ অবস্থায় দুপক্ষই নিজেদের এবং সামষ্টিক ভূমিকা নিয়ে পর্যালোচনা করার বিষয়ে একমত হয়। এ কারণেই বৈঠক মুলতবি করা হয়েছে। দুই পক্ষের পর্যালোচনা শেষে আবারও বৈঠক হবে। সেখানে আন্দোলনের পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান অংশ নেন। গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বৈঠকে অংশ নেন।
নির্বাচনের পর গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির প্রথম বৈঠক দেড় ঘণ্টা চলার পর মুলতবি করা হয়েছে। পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্তে আসতে না পারার কারণেই বৈঠক মুলতবি করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া ছেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের তথ্য জানিয়েছেন।
বৈঠক সূত্র বলছে, নির্বাচন পরে চলমান আন্দোলন নিয়ে বৈঠকে বসে দুপক্ষ। সেখানে আন্দোলনে বিগত সময়ের ভুল ভ্রান্তিসহ নানা বিষয়ে আলোচনা শুরু হয়। দেড় ঘণ্টা আলোচনার পরও পরবর্তী করণীয় বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তাঁরা। এ অবস্থায় বৈঠকটি মুলতবি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি উভয় পক্ষই মনে করছে, চলমান আন্দোলনের ভুল ভ্রান্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আরও পর্যালোচনা দরকার। এ অবস্থায় দুপক্ষই নিজেদের এবং সামষ্টিক ভূমিকা নিয়ে পর্যালোচনা করার বিষয়ে একমত হয়। এ কারণেই বৈঠক মুলতবি করা হয়েছে। দুই পক্ষের পর্যালোচনা শেষে আবারও বৈঠক হবে। সেখানে আন্দোলনের পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান অংশ নেন। গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বৈঠকে অংশ নেন।
শিক্ষাব্যবস্থার যথাযথ সংস্কারের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত, বিসিএস ট্রেনিং বিশ্ববিদ্যালয় চালুসহ ১৫ দফা প্রস্তাবনা করেছে সংগঠনটি।
২ ঘণ্টা আগেমানবিক করিডরের নামে বাংলাদেশ, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরি করে যুদ্ধ বাধানোর চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। আর তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার সহযোগী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তাঁরা বলছেন, বাংলাদেশের জনগণ দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় জড়িত...
৫ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি এখনো স্পষ্ট নয় বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে দলটির পক্ষ থেকে সম্পূরক সংস্কার প্রস্তাবনা হস্তান্তর শেষে এ মন্তব্য করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
৮ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। আজ বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই অভিযোগ করেন।
৯ ঘণ্টা আগে