নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই দাবি করে তাদের নিশ্চিত পতন দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যে সরকারের প্রতি জনগণের সমর্থন থাকে না, তারা কিছুদিন একটা স্বৈরশাসন চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু তাদের অনিবার্য পরিণতি হলো পতন, নিশ্চিত পতন।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান। পূর্বঘোষণা অনুযায়ী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে বিএনপি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও একই কর্মসূচি পালন করছে।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘তারা (আওয়ামী লীগ) এবং তাদের লোকেরা ছাড়া কেউ নাই এই নির্বাচনে। যেখানে একদলীয় নির্বাচন হচ্ছে, সেটা তো কোনো নির্বাচন না। কাজেই নির্বাচন হচ্ছে না। এই যে অবৈধ নির্বাচন, নির্বাচনের খেলা, এই খেলা খেলতে গিয়ে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, নির্বাচনের নামে যে খেলা, যে প্রহসন, এটা বর্জন করুন।’
নজরুল ইসলাম খান বলেন, এই নির্বাচনে অংশগ্রহণের কোনো অর্থ হয় না। কারণ যাকেই ভোট দেবেন, আওয়ামী লীগই জিতবে। হয় তার দলের প্রার্থী, না হয় তার দলের বিদ্রোহী প্রার্থী, ডামি প্রার্থী কিংবা দলের সমর্থক কোনো দলের প্রার্থী।
নজরুল ইসলাম খান বলেন, এই নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নাই। কারণ জনগণ জানে এটা কোনো নির্বাচন নয়। এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো অর্থ হয় না।
বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই দাবি করে তাদের নিশ্চিত পতন দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যে সরকারের প্রতি জনগণের সমর্থন থাকে না, তারা কিছুদিন একটা স্বৈরশাসন চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু তাদের অনিবার্য পরিণতি হলো পতন, নিশ্চিত পতন।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম খান। পূর্বঘোষণা অনুযায়ী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে বিএনপি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও একই কর্মসূচি পালন করছে।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘তারা (আওয়ামী লীগ) এবং তাদের লোকেরা ছাড়া কেউ নাই এই নির্বাচনে। যেখানে একদলীয় নির্বাচন হচ্ছে, সেটা তো কোনো নির্বাচন না। কাজেই নির্বাচন হচ্ছে না। এই যে অবৈধ নির্বাচন, নির্বাচনের খেলা, এই খেলা খেলতে গিয়ে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, নির্বাচনের নামে যে খেলা, যে প্রহসন, এটা বর্জন করুন।’
নজরুল ইসলাম খান বলেন, এই নির্বাচনে অংশগ্রহণের কোনো অর্থ হয় না। কারণ যাকেই ভোট দেবেন, আওয়ামী লীগই জিতবে। হয় তার দলের প্রার্থী, না হয় তার দলের বিদ্রোহী প্রার্থী, ডামি প্রার্থী কিংবা দলের সমর্থক কোনো দলের প্রার্থী।
নজরুল ইসলাম খান বলেন, এই নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নাই। কারণ জনগণ জানে এটা কোনো নির্বাচন নয়। এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো অর্থ হয় না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বলেছেন, নির্বাচনের ঘোষণায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খুবই খারাপ। একই সঙ্গে দু-একটি দল, যাদের জনসমর্থন নেই এবং যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন; তাদের মনও খুবই খারাপ।
৮ ঘণ্টা আগেলন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হয়েছে।
৯ ঘণ্টা আগেমতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে, রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই—বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে।
১১ ঘণ্টা আগেদলের যুগপৎ আন্দোলনের মিত্র ১২-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী শুক্রবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বৈঠকে।
১২ ঘণ্টা আগে