নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির নেতারা। আজ সোমবার রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম জিহাদী এ কমিটি ঘোষণা করেন।
বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ নারী কেলেঙ্কারি, মামলা ও বিতর্ক জন্ম দেওয়া নেতাদের বাদ দিয়ে নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন আল্লামা শফীর বড় ছেলে ইউসুফ মাদানী। তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কিন্তু শফীপন্থী হিসেবে পরিচিত কেউই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
গত ২৫ এপ্রিল এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তখনকার আমির জুনায়েদ বাবুনগরী। ওই রাতেই বাবুনগরীকে আহ্বায়ক ও নুরুল ইসলাম জেহাদীকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হয়।
সম্প্রতি মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে নানা কারণে দিশেহারা হয়ে যায় হেফাজতে ইসলাম। সংগঠনটির শীর্ষ নেতারাসহ অনেক নেতা কর্মী এখনো কারাগারে আছেন। আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের সঙ্গে নানাভাবে সমঝোতার চেষ্টা করেছে তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় একাধিকবার আসা-যাওয়া করেছেন সংগঠনটির নেতারা। শফীপন্থী হিসেবে পরিচিত অংশটিও এই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছে। ধারণা করা হচ্ছিল দুটি অংশের সমন্বয়েই নতুন কমিটি হবে।
এর আগে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ২৬ ডিসেম্বর বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্যের কমিটি করা হয়। সেখানে আহমদ শফীর ছেলে আনাস মাদানির অনুসারী হিসেবে পরিচিত হেফাজত নেতাদের কাউকে রাখা হয়নি। নতুন কমিটিতেও তাদের কাউকে রাখা হয়নি বলে জানান শফীপন্থী নেতারা।
২ জুন জাতীয় প্রেসক্লাবে বাবুনগরীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে শফীপন্থী নেতারা। সেখানে সাবেক হেফাজত নেতা নুরুল ইসলাম জাদীদ বলেন, ‘গঠনতন্ত্রে না থাকলেও এককভাবেই তিনি (বাবুনগরী) নিয়ম বহির্ভূত পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এই আহ্বায়ক কমিটিই আবারও নিজেদের পছন্দমাফিক লোকদের দিয়ে নতুন কমিটি জন্ম দেওয়ার নীলনকশা চূড়ান্ত করছে।’
ঢাকা: জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির নেতারা। আজ সোমবার রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম জিহাদী এ কমিটি ঘোষণা করেন।
বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ নারী কেলেঙ্কারি, মামলা ও বিতর্ক জন্ম দেওয়া নেতাদের বাদ দিয়ে নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন আল্লামা শফীর বড় ছেলে ইউসুফ মাদানী। তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কিন্তু শফীপন্থী হিসেবে পরিচিত কেউই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
গত ২৫ এপ্রিল এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তখনকার আমির জুনায়েদ বাবুনগরী। ওই রাতেই বাবুনগরীকে আহ্বায়ক ও নুরুল ইসলাম জেহাদীকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হয়।
সম্প্রতি মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে নানা কারণে দিশেহারা হয়ে যায় হেফাজতে ইসলাম। সংগঠনটির শীর্ষ নেতারাসহ অনেক নেতা কর্মী এখনো কারাগারে আছেন। আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের সঙ্গে নানাভাবে সমঝোতার চেষ্টা করেছে তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় একাধিকবার আসা-যাওয়া করেছেন সংগঠনটির নেতারা। শফীপন্থী হিসেবে পরিচিত অংশটিও এই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছে। ধারণা করা হচ্ছিল দুটি অংশের সমন্বয়েই নতুন কমিটি হবে।
এর আগে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ২৬ ডিসেম্বর বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্যের কমিটি করা হয়। সেখানে আহমদ শফীর ছেলে আনাস মাদানির অনুসারী হিসেবে পরিচিত হেফাজত নেতাদের কাউকে রাখা হয়নি। নতুন কমিটিতেও তাদের কাউকে রাখা হয়নি বলে জানান শফীপন্থী নেতারা।
২ জুন জাতীয় প্রেসক্লাবে বাবুনগরীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে শফীপন্থী নেতারা। সেখানে সাবেক হেফাজত নেতা নুরুল ইসলাম জাদীদ বলেন, ‘গঠনতন্ত্রে না থাকলেও এককভাবেই তিনি (বাবুনগরী) নিয়ম বহির্ভূত পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এই আহ্বায়ক কমিটিই আবারও নিজেদের পছন্দমাফিক লোকদের দিয়ে নতুন কমিটি জন্ম দেওয়ার নীলনকশা চূড়ান্ত করছে।’
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগেজুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠনপ্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত রয়েছে কি না, সে জন্য সব রাজনৈতিক দলের কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত ও বাক্যগত।
১৪ ঘণ্টা আগেরংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জেলা শহরের ন
১৬ ঘণ্টা আগেগণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
১৬ ঘণ্টা আগে