Ajker Patrika

আয়-ব্যয়ের হিসাব নিয়ে ইসিতে গণঅধিকার পরিষদ, ১ বছরে আয় ৪৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাওয়ার পর প্রথমবার আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

পরে তিনি সাংবাদিকদের জানান, ২০২৪ সালে গণঅধিকার পরিষদের আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। আর ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। দলটির উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।

সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে রাশেদ খান আরও বলেন, বাংলাদেশের বিগত তিনটি নির্বাচন জাতির জন্য লজ্জাজনক ছিল। এখন সরকারের দায়িত্ব জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দলটির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, এই দুই দলের নিবন্ধন স্থগিত করতে আমরা সিইসিকে চিঠি দিয়েছিলাম। সিইসিকে আমরা এই বিষয়ে জিজ্ঞেস করেছি। সিইসি বলেছেন, এই বিষয়ে কমিশনের করার কিছু নেই। সরকার আওয়ামী লীগের মতো তাদেরও নিষিদ্ধ করলে তখন ইসি ব্যবস্থা নিতে পারবে।

রাশেদ খান আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতারা যাতে স্বতন্ত্রভাবে অংশ নিতে না পারে সে বিষয়েও ইসিকে বলেছি। সিইসি বলেছেন, যাঁরা দলটির পদে ছিলেন তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

রাশেদ খান বলেন, ইনক্লুসিভ নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ নয়। সকল মানুষ ভোট দিলেই ইনক্লুসিভ হবে। আওয়ামী লীগ ও তার সহযোগীরা যেন নির্বাচনে দাঁড়াতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

আজ সোমবার বাংলাদেশ খেলাফত আন্দোলনও ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, দলটি ২০২৪ সালে ৩১ লাখ ৫৫ হাজার ৬৫৬ টাকা আয় করেছে। আর ব্যয় হয়েছে ৩১ লাখ ১৪ হাজার ৩০৮ টাক। দলটির উদ্বৃত্ত রয়েছে ৩৮ হাজার ৩৪৮ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত