Ajker Patrika

‘হরতালে ভোগান্তি আছে তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বড় ভোগান্তি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১০: ২০
‘হরতালে ভোগান্তি আছে তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বড় ভোগান্তি’

হরতালে পল্টন এবং শাহবাগ মোড় অবরোধ করায় রাজধানীর মূল সড়কগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কিছুটা ভোগান্তি হলেও সেটাকে সাময়িক ভোগান্তি হিসেবে মেনে নিয়ে হরতালে সমর্থন জানাচ্ছে সাধারণ মানুষ। জনসাধারণ বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ অতিষ্ঠ। হরতালের সাময়িক ভোগান্তি এই কষ্টের তুলনায় নস্যি। 

হরতাল কারও কাছেই কাম্য না জানিয়ে ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মো. নিজাম বলেন, ‘যখন একটা যৌক্তিক দাবিতে সরকার কর্ণপাত করছে না তখন হরতাল যৌক্তিক হয়ে ওঠে। দ্রব্যমূল্য বাড়ছে, আমরা কীভাবে ইনকাম করছি তা তো সরকার দেখছে না। তাদের মাথাব্যথা হচ্ছে, আমরা চেয়ারে বসে আছি, এখানে থাকতে পারলেই হলো। দাবি যদি যৌক্তিক হয় হয় তাহলে সেখানে সবারই সমর্থন করা উচিত।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক পল্টনের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমাদের কাজে যেতে কোন সমস্যা হচ্ছে না। কিন্তু সরকারের বিরুদ্ধে তো কিছু বলা যাবে না।’ তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে কথা বলা উচিত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই কথা বলা উচিত। কিন্তু বললে তো আমার আর আমার পরিবারের বিপদ শুরু হয়ে যাবে।’ 

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. হাসান বলেন, ‘এই হরতালের প্রতি শতভাগ সমর্থন আছে। কিছুটা তো সমস্যা হচ্ছেই। কিন্তু কিছু পাইতে হলে কিছু হারাইতে হবে।’ 

পল্টন মোড়ের চশমার দোকানি আরিয়ান মাহমুদ রায়হান বলেন, ‘এই দাবিতে আমার শতভাগ সমর্থন আছে। আমি দোকান খুলতে আসছিলাম কিন্তু আজ ১২টা পর্যন্ত দোকান খুলব না।’ ব্যবসায়িক ক্ষতি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ক্ষতি তো অবশ্যই হবে। কিন্তু দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে আরও বেশি ক্ষতি হচ্ছে।’ 

অটোমোবাইল ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, ‘বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। কিছুটা সমস্যা হচ্ছে কিন্তু দ্রব্যমূল্যের যেভাবে দাম বাড়ছে সেটা অনেক বড় সমস্যা। এই হরতালে সমর্থন আছে। তবে আমাদের তো কথা বলার কোন সুযোগ নেই। কথা বললেই সমস্যা।’ 

এদিকে পল্টনে গান, বক্তব্য ও প্রচারপত্র বিলিসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অর্ধদিবস হরতাল। অবরোধস্থলে এ লড়াই বাঁচার লড়াই; দাম কমাও, জান বাঁচাওসহ বিভিন্ন প্রতিবাদী গান করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ ছাড়া হরতালে সমর্থন জানিয়ে পল্টনে অবস্থান নিয়েছে বাম গণতান্ত্রিক ঐক্য, নাগরিক ঐক্য, ভাসানী অনুসারী পরিষদসহ একাধিক সংগঠন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত