শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বন্দর এবং করিডর নিয়ে আমাদের পরিষ্কার অবস্থান ব্যক্ত করতে চাই। আপনারা অন্তর্বর্তী নির্দিষ্ট সময়ের জন্য আছেন। আপনারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। আপনাদের বন্দর-করিডর এত কিছু করতে হবে না। এসব নির্বাচিত সরকার করবে।’
আজ শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার উদ্যোগে আয়োজিত দুর্নীতি-লুটপাট, গুম-খুন, দুঃশাসনের মাধ্যমে ১৬ বছরে ফ্যাসিবাদ কায়েম ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার এবং জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, ‘এই সরকার কক্সবাজার সীমান্ত দিয়ে করিডর দেওয়ার মধ্য দিয়ে দেশকে আরেকটা বিপদে ফেলার পাঁয়তারা করতেছে। আমরা সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, করিডর দিয়ে খাল কেটে কুমির আনবেন না। বাংলাদেশে বিদেশিদের ঘাঁটি বানাবেন না। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশের সার্বভৌমত্বকে আরেকটা বিপদের মধ্যে ফেলবেন না। আমরা বন্দর এবং করিডর নিয়ে আমাদের পরিষ্কার অবস্থান ব্যক্ত করতে চাই। আপনারা অন্তর্বর্তী নির্দিষ্ট সময়ের জন্য আছেন। আপনারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। আপনাদের বন্দর-করিডর এত কিছু করতে হবে না। এসব নির্বাচিত সরকার করবে।’
জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে সারা দেশে ২ হাজার মানুষ প্রাণ দিয়েছেন। প্রায় ৩২ হাজার মানুষ আহত হয়েছেন। তাঁরা কেউ এমপি, মন্ত্রী, উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখেন নাই। তাঁরা চেয়েছেন এই আওয়ামী জুলুম, দাজ্জালদের অবসান ঘটিয়ে জনগণের একটা জবাবদিহি সরকার এবং রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। যেখানে নাগরিকেরা ভয়হীনভাবে সাহসের সঙ্গে কথা বলবেন। তাঁদের নাগরিক অধিকার এবং মর্যাদা থাকবে। তাঁদেরকে ইউএনও, থানা ও কাউন্সিলর অফিসে গেলে লাঞ্ছিত হতে হবে না। এ দেশের নাগরিক হিসেবে তাঁদের কথা বলার অধিকারটুকু থাকবে। তাঁদের সন্তানেরা যেন উচ্চশিক্ষার সুযোগ পায়, সে ধরনের একটি শিক্ষাব্যবস্থা, অসুস্থ হলে যেন সুচিকিৎসা পায়, তাঁদের সে ধরনের একটা চিকিৎসাব্যবস্থা থাকবে।
রাজনৈতিক নেতাদের চাঁদাবাজি নিয়ে নুর বলেন, ‘জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম দেখা যায়নি। সাধারণ জনগণ সতঃস্ফূর্তভাবে আওয়ামী দুর্বৃত্তদের হটিয়েছে। অথচ আজকে কাঁচাবাজার, মাছবাজার, সবজিবাজার টেম্পোস্ট্যান্ড, বাসস্ট্যান্ড—সব এই রাজনৈতিক দুর্বৃত্তদের দখলে। সেখান থেকে তারা নিয়মিত চাঁদা, কমিশন, মাসোহারা তুলছে। প্রতিটি বাস থেকে মালিক সমিতি, সড়ক সমিতির নামে ৮০ থেকে ১৫০ টাকা করে চাঁদা নেয়। ঘাটে ঘাটে, পয়েন্টে পয়েন্টে পয়সা নেয়। কাজেই তথাকথিত এই চাঁদাবাজদের সিন্ডিকেটের সব সমিতি ভেঙে তছনছ করে দিতে হবে। কোনো শালাকে আর দুই পয়সা চাঁদা কেউ দেবেন না।’
নুর আরও বলেন, ‘বাংলাদেশের মাটিতে আর কোনো চাঁদাবাজ, দখলদার, রাজনৈতিক উৎপাতকারীদের আস্তানা করতে দেওয়া যাবে না। সে যে-ই দলের হোক, এখন থেকে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। সায়েদাবাদ বাসস্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে বলেন, “বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করে বলছে, ভাই এখানে প্রতিটি কাউন্টার গাড়ি থেকে দেড় শ টাকা নেয়। এই পরিবহন থেকে এখনো প্রতিদিন কয়েক ব্যক্তি লাখ লাখ টাকা চাঁদা তুলে নিচ্ছে, আপনারা কিছু একটা করেন। আমরা আপনাদের সঙ্গে আছি”।’
প্রশাসনের উদ্দেশে নুর বলেন, ‘আমরা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছি। সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলা-বাণিজ্য করছে। প্রশাসনকে বলতে চাই, আপনাদের চরিত্র মোটেও বদলায়নি। এই জুলাই থেকে যদি আপনারা শিক্ষা না নেন, সামনে কিন্তু আপনাদের আরও করুণ পরিণতি আছে।’
জনভোগান্তি নিয়ে তিনি বলেন, ‘নয় মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি কাউন্সিলর, মেয়র, উপজেলা চেয়ারম্যান নেই, আমরা বারবার শুরুর দিকেই বলেছিলাম দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণের সেবাকে নিশ্চিত করুন, জনগণের ভোগান্তি কমান। নির্বাচনবিহীন কাউকে কোনো স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে বসতে দেওয়া হবে না। যেখানেই বসবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব।’
ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদ কদমতলী থানার আহ্বায়ক মো. বশির গাজীর সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদ দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল কবির শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক হাসান প্রমুখ।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বন্দর এবং করিডর নিয়ে আমাদের পরিষ্কার অবস্থান ব্যক্ত করতে চাই। আপনারা অন্তর্বর্তী নির্দিষ্ট সময়ের জন্য আছেন। আপনারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। আপনাদের বন্দর-করিডর এত কিছু করতে হবে না। এসব নির্বাচিত সরকার করবে।’
আজ শনিবার (১৭ মে) বিকেলে রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডসংলগ্ন সড়কে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার উদ্যোগে আয়োজিত দুর্নীতি-লুটপাট, গুম-খুন, দুঃশাসনের মাধ্যমে ১৬ বছরে ফ্যাসিবাদ কায়েম ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচার এবং জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, ‘এই সরকার কক্সবাজার সীমান্ত দিয়ে করিডর দেওয়ার মধ্য দিয়ে দেশকে আরেকটা বিপদে ফেলার পাঁয়তারা করতেছে। আমরা সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, করিডর দিয়ে খাল কেটে কুমির আনবেন না। বাংলাদেশে বিদেশিদের ঘাঁটি বানাবেন না। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে দেশের সার্বভৌমত্বকে আরেকটা বিপদের মধ্যে ফেলবেন না। আমরা বন্দর এবং করিডর নিয়ে আমাদের পরিষ্কার অবস্থান ব্যক্ত করতে চাই। আপনারা অন্তর্বর্তী নির্দিষ্ট সময়ের জন্য আছেন। আপনারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। আপনাদের বন্দর-করিডর এত কিছু করতে হবে না। এসব নির্বাচিত সরকার করবে।’
জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে সারা দেশে ২ হাজার মানুষ প্রাণ দিয়েছেন। প্রায় ৩২ হাজার মানুষ আহত হয়েছেন। তাঁরা কেউ এমপি, মন্ত্রী, উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখেন নাই। তাঁরা চেয়েছেন এই আওয়ামী জুলুম, দাজ্জালদের অবসান ঘটিয়ে জনগণের একটা জবাবদিহি সরকার এবং রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। যেখানে নাগরিকেরা ভয়হীনভাবে সাহসের সঙ্গে কথা বলবেন। তাঁদের নাগরিক অধিকার এবং মর্যাদা থাকবে। তাঁদেরকে ইউএনও, থানা ও কাউন্সিলর অফিসে গেলে লাঞ্ছিত হতে হবে না। এ দেশের নাগরিক হিসেবে তাঁদের কথা বলার অধিকারটুকু থাকবে। তাঁদের সন্তানেরা যেন উচ্চশিক্ষার সুযোগ পায়, সে ধরনের একটি শিক্ষাব্যবস্থা, অসুস্থ হলে যেন সুচিকিৎসা পায়, তাঁদের সে ধরনের একটা চিকিৎসাব্যবস্থা থাকবে।
রাজনৈতিক নেতাদের চাঁদাবাজি নিয়ে নুর বলেন, ‘জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম দেখা যায়নি। সাধারণ জনগণ সতঃস্ফূর্তভাবে আওয়ামী দুর্বৃত্তদের হটিয়েছে। অথচ আজকে কাঁচাবাজার, মাছবাজার, সবজিবাজার টেম্পোস্ট্যান্ড, বাসস্ট্যান্ড—সব এই রাজনৈতিক দুর্বৃত্তদের দখলে। সেখান থেকে তারা নিয়মিত চাঁদা, কমিশন, মাসোহারা তুলছে। প্রতিটি বাস থেকে মালিক সমিতি, সড়ক সমিতির নামে ৮০ থেকে ১৫০ টাকা করে চাঁদা নেয়। ঘাটে ঘাটে, পয়েন্টে পয়েন্টে পয়সা নেয়। কাজেই তথাকথিত এই চাঁদাবাজদের সিন্ডিকেটের সব সমিতি ভেঙে তছনছ করে দিতে হবে। কোনো শালাকে আর দুই পয়সা চাঁদা কেউ দেবেন না।’
নুর আরও বলেন, ‘বাংলাদেশের মাটিতে আর কোনো চাঁদাবাজ, দখলদার, রাজনৈতিক উৎপাতকারীদের আস্তানা করতে দেওয়া যাবে না। সে যে-ই দলের হোক, এখন থেকে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। সায়েদাবাদ বাসস্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে বলেন, “বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করে বলছে, ভাই এখানে প্রতিটি কাউন্টার গাড়ি থেকে দেড় শ টাকা নেয়। এই পরিবহন থেকে এখনো প্রতিদিন কয়েক ব্যক্তি লাখ লাখ টাকা চাঁদা তুলে নিচ্ছে, আপনারা কিছু একটা করেন। আমরা আপনাদের সঙ্গে আছি”।’
প্রশাসনের উদ্দেশে নুর বলেন, ‘আমরা লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছি। সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামলা-বাণিজ্য করছে। প্রশাসনকে বলতে চাই, আপনাদের চরিত্র মোটেও বদলায়নি। এই জুলাই থেকে যদি আপনারা শিক্ষা না নেন, সামনে কিন্তু আপনাদের আরও করুণ পরিণতি আছে।’
জনভোগান্তি নিয়ে তিনি বলেন, ‘নয় মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি কাউন্সিলর, মেয়র, উপজেলা চেয়ারম্যান নেই, আমরা বারবার শুরুর দিকেই বলেছিলাম দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণের সেবাকে নিশ্চিত করুন, জনগণের ভোগান্তি কমান। নির্বাচনবিহীন কাউকে কোনো স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে বসতে দেওয়া হবে না। যেখানেই বসবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব।’
ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদ কদমতলী থানার আহ্বায়ক মো. বশির গাজীর সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদ দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল কবির শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফারুক হাসান প্রমুখ।
তারেক রহমান বলেন, ‘জুলাই হতাহতদের তালিকার চেয়ে করিডর দেওয়া কিংবা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার। কিন্তু করিডর বা বন্দর দেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এ ধরনের সিদ্ধান্ত নেবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদ। এই সরকারের আইনগত দিক নিয়ে প্রশ্ন নেই।
৩ ঘণ্টা আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের চিন্তা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আমরা দেখছি, প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছে।
৪ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে।’ আজ শনিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।
৫ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে নিজের শপথ গ্রহণে কালক্ষেপণের অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার (১৭ মে) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তিনি। তাঁকে ডিএসসিসির মেয়র পদে বসানোর চলমান আন্দোলনের মধ্যেই এই সংবাদ সম্মেলন করেন তিনি।
৬ ঘণ্টা আগে