Ajker Patrika

‘আওয়ামী লীগ-বিএনপি রাজনীতি হারিয়ে ফেলেছে, নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাংক-আইএমএফ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৫, ২০: ৪৬
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মহান মে দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ছবি: আজকের পত্রিকা
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মহান মে দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো রাজনীতি হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো রাজনীতি হারিয়ে ফেলেছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল নানাভাবে আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করে। তার ওপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি) কর্তৃক মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাসেম ফজলুল হক এসব কথা বলেন।

রাজনৈতিক নেতৃত্ব ছাড়া প্রকৃতপক্ষে শ্রমিকদের জন্য কল্যাণকর কিছু আসবে না জানিয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘ট্রেড ইউনিয়ন শ্রমিকদের অধিকার, বেতন বাড়ানো ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে। কিন্তু এখন বহুলাংশেই তা মালিক ও সরকার পরিচালিত। শ্রমিকদের কী করে শান্ত রাখা যাবে, ট্রেড ইউনিয়নের কাজ সেটাই। এটি কি আসলেই শ্রমিকদের এবং রাষ্ট্রব্যবস্থার সার্বিক কল্যাণের জন্য চিন্তা করে, কাজ করে? আমরা তা মনে করি না।’

বাংলা একাডেমির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো রাজনীতি হারিয়ে ফেলেছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল নানাভাবে আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করে। তার ওপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। তারাই তো নানাভাবে অদৃশ্য থেকে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করছে। এটা থেকে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে আবার। এখন আমরা অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে নতুন পরাধীনতার ভেতর পড়ে গেছি।’

আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন— ওই সব অঞ্চলে গণতন্ত্র ভেতর থেকে দুর্বল হচ্ছে। তবে শেষ হয়ে যাচ্ছে না। নির্বাচনটা আছে। বাংলাদেশে গণতন্ত্রের সে রকম ধারণা ডেভেলপই করেনি। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আছে। ছাত্রদের পড়ানো হয়, তারা পড়ে। কী কারণে? পরীক্ষার ফল ভালো করার জন্য, শিক্ষকেরা বেতনটা নেওয়ার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ রাষ্ট্র গড়ে তোলার চিন্তা কারা করেছেন? এগুলো আমাদের বিচার করে দেখতে হবে। আমি তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছি না। আমাদের দুর্বলতা আছে, সেই দুর্বলতা থেকে দরকারি জিনিসগুলো গড়ে তোলা এবং যেগুলো অকল্যাণকর, সেগুলোকে বিলুপ্ত করা। সমস্যা থাকবেই। একেবারে সমস্যামুক্ত জীবন মানুষের অন্তত তিন হাজার বছরের ইতিহাসে কোথাও ছিল না। তবে এক সমস্যা পেছনে ফেলে একটু এগিয়ে স্বাধীনতা অর্জন করে মুক্ত হয়ে নতুন সমস্যায় পড়েছে। সেই সমস্যা ও সমাধান করে এগোতে হয়েছে। বর্তমানেও সেই অবস্থায় আছি আমরা, সমস্যা আসবে জাতীয় জীবনে, ব্যক্তিগত জীবনেও। এসব সমস্যার সমাধান করে আবার নতুন সমস্যায় পড়া এবং ক্রমাগত এই সমস্যার সমাধান—এভাবেই ব্যক্তিমানুষের ও জাতির পরিবর্তন ঘটবে।’

বাংলা একাডেমির সভাপতি বলেন, ‘দেশ থেকে ব্যাপকভাবে যারা একটু মেধাবী ছাত্রছাত্রী, তারা অন্য দেশে গিয়ে নাগরিকত্ব নিচ্ছে। তাদের বাবা-মায়েরাও তাদের ছেলেমেয়েদের বিদেশে যেতে ও নাগরিকত্ব নিতে সহায়তা করছেন। এটা থেকে আমাদের মুক্ত হতে হবে। তা না হলে সঠিক সুযোগ-সুবিধা এলেও দুর্গত হবে।’

জেপিবির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেপিবির উপদেষ্টা ফারহাত মাহবুব, সহসভাপতি এম এ অলিউর রহমান খান, যুগ্ম মহাসচিব নাজমুল আহসান, সহসভাপতি রফিকুল হক হাফিজ, সাংবাদিক কাজী আব্দুল হান্নান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত