Ajker Patrika

কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর দুজন বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৫, ২৩: ২৭
কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর দুজন বহিষ্কার

কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার একজন রুকন ও এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলটির কুড়িগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাজুল ইসলাম শনিবার (৩ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃত দুজন হলেন জামায়াতের রুকন জাহেদুল ইসলাম জুয়েল ও কর্মী রাজু আহমেদ। তাঁরা দুজন জামায়াতের কুড়িগ্রাম শহর শাখার দায়িত্বশীল ছিলেন।

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা এবং বিভিন্ন সামাজিক কাজের নামে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জামায়াত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. জাহেদুল ইসলাম জুয়েল শহর জামায়াতের রুকন ও রাজু আহমেদ কর্মী ছিলেন।

জামায়াতের শহর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি তাজুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত জাহেদুল ইসলাম জুয়েল ও রাজু আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঘর আলো করেছে ৫ নবজাতক, চোখে অন্ধকার দেখছেন মুদিদোকানি সোহেল

বেতন–ভাতা বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার না করলে টেসলা ছাড়তে পারেন মাস্ক

আজকের রাশিফল: ভুল ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে বিপত্তি বাধাবেন না

ঘনীভূত হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, আঘাত হানবে সন্ধ্যার পর

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

এলাকার খবর
Loading...