Ajker Patrika

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে যমুনায় জামায়াত নেতারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৬: ৫৮
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে যমুনায় জামায়াত নেতারা 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবার তাঁর সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জামায়াতে ইসলামীর নেতারা। 

বেলা সাড়ে ৩টার একটু আগে জামায়াতের প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিনিধিদলে আরও আছেন জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এম এম শামসুল ইসলাম, মজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার। 

এর আগে, আজ শনিবার বেলা আড়াইটায় বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া আজ বেলা সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ এবং বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল সাড়ে ৪টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে বসার কথা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত