Ajker Patrika

দেশে সুশাসন না হলে ধর্মীয় মৌলবাদীদের উত্থান হবে: মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২২, ১৫: ৫৯
দেশে সুশাসন না হলে ধর্মীয় মৌলবাদীদের উত্থান হবে: মেজর হাফিজ

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ধর্মীয় মৌলবাদীদের উত্থান হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আয়োজিত ‘দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা যারা আধুনিক রাজনীতি করি, যারা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই, আমরা যদি ব্যর্থ হই, তাহলে এ দেশে ধর্মীয় মৌলবাদের উত্থান হবে। ভারতে হয়েছে হিন্দুত্ববাদীদের উত্থান আর বাংলাদেশে যদি সুশাসন না দেওয়া যায় তাহলে এখানে ধর্মীয় মৌলবাদের উত্থান হবে।’ 

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যদি সফল হই এবং বর্তমান বিরোধী দল যদি ক্ষমতায় আসে, তাহলে কীভাবে দেশ পরিচালনা করব—এ বিষয়ে আলোচনা করা দরকার। একই সঙ্গে লিখিত একটা চুক্তি হওয়া উচিত যে প্রকৃতভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণ সুস্থভাবে জীবন যাপন করতে পারবে। বিচার বিভাগ স্বাধীন থাকবে। দেশ থেকে টাকা পাচার হবে না। আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দেশের সব বিরোধী দল যদি ঐক্যবদ্ধ হতে না পারে এবং ভবিষ্যতে এই রাষ্ট্র কীভাবে চলবে সেই রূপরেখা প্রণয়ন করতে ব্যর্থ হয়, তাহলে কি এই আওয়ামী লীগ সরকার চিরকাল ক্ষমতায় থাকবে? তারাও থাকবে না। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এখন চুপ করে থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে তারা। হয়তো এই আন্দোলনের সুফল এই তথাকথিত রাজনৈতিক দলগুলো পাবে না। তখন ধর্মীয় মৌলবাদের উত্থান হবে এ দেশে। 

আয়োজক সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ মাসুম প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত